এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: ‘অ্যাথলেটিক কোচ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র অধীনে থাকা ‘অ্যাথলেটিক কোচস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর ২০২৩-২৪ অধিবেশনের জন্য নির্বাচিত উপ-কমিটির আহ্বায়ক মন্ডলী সদস্য নির্বাচিত হয়েছেন উত্তর ২৪ পরগণা জেলার চারঘাটের প্রবীণ অ্যাথলেট মোঃ ইসমাইল সরদার ৷ এর আগে ভারতীয় দলের দায়িত্ব নিয়ে ৫০ ঊর্ধ্ব অ্যাথলেট ইসমাইল সরদার বাংলাদেশ সফরে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছিলেন ৷ এবার আবার নতুন দায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করে ইসমাইল সরদার জানান, ‘সঠিকভাবে কাজ করাটাই আমার লক্ষ্য, আমি চাই নতুন প্রজন্ম বেশি বেশি করে অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত হোক ৷’জানা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার চারঘাটের ভূমিতলার বাসিন্দা প্রবীণ এই অ্যাথেলেট । ছেলেবেলা থেকেই খেলাধুলোর প্রতি ঝোঁক ছিল ইসমাইল সরদারের । পড়াশুনার পাশাপাশি চলত অনুশীলন । ১৯৮৯ সালে তিনি হয়ে যান ন্যাশানাল চ্যাম্পিয়ন । এরপর ম্যারাথনে অংশগ্রহণ করে তিনি তার প্রতিভা দেখিয়ে নজর কেড়েছিলেন তামাম দেশবাসীর । নব্বইয়ের দশক থেকে রাজ্য, দেশ- বিদেশের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিয়ে বাংলার ক্রীড়াজগতে গর্বের মুকুটে জুড়েছেন একের পর এক পালক । বর্তমানে নতুন প্রজন্মকে অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত করাই তার প্রধান লক্ষ্য ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct