অভিজিৎ হাজরা, আমতা, আপনজন: উলুবেড়িয়া উত্তর বিধান সভার কেন্দ্রের অন্তর্গত আমতা ১নং ব্লকের সিরাজ বাটি চক্রের অধীন আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয় এবং পরিবেশ সংগঠন গ্রীন চেন মুভমেন্ট- এর যৌথ উদ্যোগে আমতায় আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হল অরণ্য সপ্তাহ।অনুষ্ঠানের অংশ হিসাবে ছিল আলোচনা , অঙ্কন প্রতিযোগিতা, ক্যুইজ এবং দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ। আলোচনার বিষয় ছিল - ‘বিপন্ন দেশীয় উদ্ভিদ।’ গ্রীন চেন মুভমেন্ট এর পরিচালক প্রদীপ রঞ্জন রীত জানালেন, বহু দেশজ উদ্ভিদ যেমন রাখাল, গাব, জারুল, হেঁদোল, দেশী আম,আমড়া, অশ্বত্থ ,খেজুর, নারাঙ্গা, চালতা, কাঠ বাদাম ইত্যাদির সংখ্যা প্রকৃতিতে খুব কমে গেছে।জীব বৈচিত্র্য সুরক্ষিত করতে এদের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন । সকলকে এ ধরণের বিপন্নপ্রায় দেশজ উদ্ভিদ রোপণের আহ্বান জানান হয়। অরণ্য সপ্তাহের তাৎপর্য শিশুদের বোঝান শিক্ষক ও পরিবেশ কর্মী সৌমেন মন্ডল। বিদ্যালয়ের চাইল্ড ক্যাবিনেটের তত্ত্বাবধানে কিছু দেশজ উদ্ভিদ কাঠবাদাম, রাখাল ইত্যাদি বসানো হয়। এগুলি বড় করার দায়িত্ব ভাগ করে দেওয়া হয় বিভিন্ন শ্রেণীর মধ্যে।প্রদীপ বাবু জানালেন, গাছগুলোর পরিস্থিতি প্রতি সপ্তাহে নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করবে সংশ্লিষ্ট শ্রেণীর ছাত্র ছাত্রীরা । মেন্টরিং ভূমিকায় থাকবেন শিক্ষকেরা । “তিনি আরও জানান -”জীব বৈচিত্র্য রক্ষা করতে আমরা ভবিষ্যতে বিপন্ন হয়ে পড়া দেশীয় প্রজাতির গাছের সংখ্যা বাড়াতে এই ধরণের গাছের চারা ও বীজ বিতরণের বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct