নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পিএসসি পরিচালিত ডাব্লিউবিসিএস-২০২০ ( গ্রুপ – সি ) পরীক্ষার সম্প্রতি প্রকাশিত ফলে আল-আমীন মিশনে কোচিং ও মক ইন্টারভিউয়ে অংশ নেওয়া পড়ুয়ারা উজ্জ্বল ফল করেছে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার গোপালপুর গ্রামের কৃষক পরিবারের সন্তান আবু তাহের সেখের প্রথম থেকেই ইচ্ছে ছিল প্রশাসনিক বিভাগে কাজ করার। সেই লক্ষে প্রান্তিক কৃষক মহম্মদ তইবুর সেখ ও তার স্ত্রী সানুয়ারা বিবি সন্তানের পড়াশোনা নিয়ে সজাগ ছিলেন। তাঁদের সন্তান আবু তাহের ওয়েস্টবেঙ্গল সাব অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস বিভাগে রেভিনিউ অফিসার (গ্রেড ১) পদে সফল হয়ে তাঁদের মুখে হাসি ফুটিয়েছে। আবু তাহের বর্তমানে ডব্লিউবিপিডিসিএল-এ অফিস এক্সজিকিউটিভ পদে কর্মরত। একই পরীক্ষায় উত্তর ২৪ পরগণার আটকারিয়া গ্রামের মাহাবুর রহমান মোল্লা এবং পূর্ব বর্ধমান জেলার সেখ আমজেদ আলি অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পদে সফল হয়েছেন।
অন্যদিকে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর ও ওয়ারলেস অপারেটর পদেও আল-আমীনের পড়ুয়ারা চমকপ্রদ সাফল্য পেয়েছেন। দু-জন ছাত্রী সহ মোট ৯ জন সাব ইনস্পেক্টর/লেডি সাব ইনস্পেক্টর(ইউবি) অ্যান্ড সাব ইনস্পেক্টর(এবি) পদে নির্বাচিত হয়েছেন। উত্তর চব্বিশ পরগণার বারুইহাটি গ্রামের সেখ নুরুল হাসান, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার নওসাদ আলি, বর্ধমান জেলার মসজিদপাড়ার খনি কর্মী ফারুক সেখের সন্তান পারভেজ সেখ, মুর্শিদাবাদ জেলার মসজিদপাড়া গ্রামের ধীবর মিনার সেখের পুত্র সাগর আলি, দক্ষিণ দিনাজপুর জেলার আদিগ্রামের কৃষক পরিবারের সন্তান মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুর জেলার সোলাগেড়িয়া গ্রামের সেখ মনজুর আহমেদ, মালদা জেলার কৃষক পরিবারের সন্তান এহতেসাম ইসলাম প্রমুখ সফল হয়েছেন। দু-জন সফল ছাত্রীই পিতৃহীন পরিবারের সন্তান—উত্তর ২৪ পরগণার চন্দাতি গ্রামের মৌসুমি পারভিন এবং মুর্শিদাবাদ জেলার নসিপুর গ্রামের মিতা পারভিন। ওয়ারলেস অপারেটর ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ টেলি কমিউনিকেশন বিভাগেও মোট ৯ জন সফল হয়েছেন। কায়িক পরিশ্রম করে সংসার পরিচালনা করেন মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার তেনকারাইপুর গ্রামের রবিউল ইসলাম। তাঁদের সন্তান আশাবুল ইসলামের সাফল্যে শুধু পরিবার নয় গোটা গ্রামেই খুশির হাওয়া। অন্যান্যদের মধ্যে কয়েকজন হলেন—‘বীরভুম জেলার পাইকরের এতিম সেখ আবুল হাসনাইন, মুর্শিদাবাদের নীমগ্রামের সুজান সেখ, দক্ষিণ ২৪ পরগণা জেলার মানিকপুর গ্রামের মির ইয়াসিন আলি, নদীয়া জেলার চাপড়ার আরিফ হোসেন, পুরুলিয়া জেলার নাদিহার সাজিদ আলি আনসারি, মালদার চাঁচলের আসিফ ইকবাল প্রমুখ। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগণার সেখ নুরুল হাসান এবং মুর্শিদাবাদ জেলার নওসাদ আলি উভয়েই পুলিশের সাব ইনস্পেক্টর ও ওয়ারলেস অপারেটর উভয় পদেই সাফল্য পেয়েছেন। আল-আমীন মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম সৌদি আরব থেকে সফল ছাত্র-ছাত্রীদের মুবারকবাদ জানিয়েছেন। হজব্রত সম্পন্ন করে দেশে ফেরার অপেক্ষায় তিনি। আল-আমীন মিশন স্টাডি সার্কলের ডিরেক্টর দিলদার হোসেন এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আল-আমীন মিশন প্রথম থেকেই চিকিৎসাবিদ্যা ও ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রেও সাফল্যের জন্য ছাত্র-ছাত্রীদের আবাসিক ও অনাবাসিক কোচিংয়ের সঙ্গে সঙ্গে উচ্চাঙ্গের মকটেস্ট ও মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করে থাকে। এর ফলেই আমাদের ধারাবাহিক সাফল্য বলে তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct