বৃষ্টি তুমি
সুচিত চক্রবর্তী
বৃষ্টি তুমি হঠাৎ হঠাৎ
ছুটে ছুটে আসো,
গ্রাম বাংলাকে ভাসিয়ে দিয়ে
আড়াল থেকে হাসো।
নদী, নালা, পুকুর ,খাল
ভাসে জলে জলে
মাছের সব এদিক-ওদিক
পালায় দলে দলে।
চাষের জমি যায় ভেসে যায়
কত ফসল নষ্ট,
সারা বছর খেটে মরি
বোঝোনা কি কষ্ট ?
মহাজনের থেকে জানো
নিয়েছিলাম ঋণ,
ঝড় ও জলে ভাসিয়ে দিলে
তাইতো দিশাহীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct