উচিত বিচার
আব্দুল মুকিত মুখতার
জঙ্গলপুরে আগুন লাগছে বৃক্ষ পোড়ে ছাই
ত্রাহি ত্রাহি ছুটছে সবাই কোথায় পাবে ঠাঁই।
মাচাবাড়ির পাশের বনে ঠাঁই নিয়েছে বাঘ
তাকে দেখে গাধা ঠাকুরের পেয়েছে ভারী রাগ।
সামনে গিয়ে বললো তোমার সাহস তো কম নয়
নীল ক্ষেতে ঠাঁই নিয়েছো তা কী সহ্য হয়?
রাগ কর’না ভাইরে বনে দেখ’না লাগছে দাহ
নিরিবিলি লুকিয়ে থাকবো এই সবুজের আবহ।
কী যে বলো আবুলতাবুল পুড়ছে নাকি হুশ
নীলের মাঝে সবুজ কোথায় খেয়েছ নাকি ঢুস।
গাধার কথায় ব্যঘ্র বললো বিচলিত সুরে
আগে হুশ ছিল ঠিকই এখন গেছে উড়ে।
সবুজ ধান, ঘাস, পাতা, দেখুন গাধা ঠাকুর
সবুজের শুধু সমারোহ ঐ যে দূর বহ দূর।
খেঁকি সুরে বললো গাধা, করিস না খ্যাঁকখ্যাঁক
নীল—এ ভরা সারা দুনিয়া ভালো করে দেখ।
গাধার গালাগাল শোনে বাঘটা লেজ নাড়ে
ভাবে একটা থাপ্পর দেবে বেআক্কেলের ঘাড়ে।
গাধা কিন্তু মানতে নারাজ সকল যুক্তি প্রমাণ
সিদ্ধান্ত তার একটাই যে নীল দুনিয়া আসমান।
সবুজকে সে নীল বলছে এ কী আজব কারবার
বিপদগ্রস্ত বাঘটা তবু হজম করছে রাগন্ত ভার।
সবুজকে নীল না মানলে কিন্তু থাকতে দেয়া যাবে না
ডাহা মিথ্যা থিওরিটাও ব্যঘ্র মানতে পারছে না।
ত্যক্ত হয়ে বললো বাঘ, দেখুন গাধা ঠাকুর
আদালতে বিচার দিয়ে বন্ধ করুন ঢেকুর।
ছ্যাঁচিয়ে উত্তর দিলো গাধা, ঠিক আছে তাই হবে
বনের রাজা সিংহের সামনে দাঁড়ালো স্বগৌরবে।
বিস্তারিত শোনে সিংহ কইরা দিলেন ফয়সালা
গাধার কথা সঠিক ছিল বাঘের মুখটা কালা।
খুশিতে গাধা করলো চিৎকার কর্কশমাখা সুরে
সবাই তাদের হাত দু’খানা রাখল কানে পুরে।
গাধার খুশি জাহির করে বললো, মহারাজ
শাস্তি কিন্তু দিতে হবে বোকা বাঘকে আজ।
নীলকে বলেছে সবুজ এটা দারুণ অপরাধ
এমনি এমনি ছাড়া যায় না, দেয়া যায় না বাদ।
ঠিক বলেছো তুমি তাইলে শোন দিয়া মন
বাঘকে কটিন শাস্তি দেব করতে হবে পালন।
মৌনব্রত পালন করবে আগামী অষ্ট দিন
বোবার মতো থাকতে হবে এটাই সমিচীন।
খুশি হয়ে গাধা এবার করিল প্রস্থান
বাঘ বলিল জেনে শুনে করলেন কেন অপমান।
সিংহ বললে, তুমি তো আর তার মতো নও গাধা
তুমি কেন তর্ক করো রাজার হয়ে আধা?
তুমি বনের ডেপুটি রাজা তোমার কী তা সাজে
গাধার সাথে তর্কে যায় না ছাগল বকরী লাজে।
সিংহের পরে তুমিই তো এই বনেরই মহারাজ
গাধার সাথে তর্ক করতে হয় না তোমার লাজ?
তাও আবার গাধার সাথে জুড়ে দিলে বিতর্ক
তাই তোমাকে শাস্তি দিলাম শিক্ষায় হোক অর্ক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct