রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পর এবার সুতিতে উদ্ধার কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার। শুক্রবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সুতি ২ নম্বর ব্লকের দফাহাট এলাকায়। সুতি ২ নম্বর ব্লকের দফাহাট মডেল স্কুলে ভোট গণনা কেন্দ্র করা হয়েছিল। সেখানে ভোট গণনার প্রায় দশ দিন বাদে জঙ্গলের মধ্যে প্লাস্টিক প্যাকেটের মধ্যে উদ্ধার হয় ব্যালট পেপার। স্কুলের পেছনে কিছু আগুনে পোড়া ব্যালট উদ্ধার ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়। উল্লেখ্য, শুক্রবার বিডিও অফিসের সামনেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ অবস্থান করছিল বিরোধী নেতৃত্ব। তখনই উদ্ধার হয় এই ব্যালট পেপারগুলি। তারপরই সুতি ২ ব্লক অফিসে উত্তেজনা ছড়ায়। সেই সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আলফাজুদ্দিন বিশ্বাস, মইদুল ইসলাম, সুতি-২ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, সিপিআইএম নেতা জুলফিকার আলি, আরএসপি নেতা নিজামুদ্দিন আহামেদ ও বিজেপির নেতা কৌশিক দাস সহ বিভিন্ন দলের কর্মীরা। বিক্ষোভ সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। এই ঘটনায় ব্লক অফিসে ও সুতি থানায় লিখিত অভিযোগ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। বিডিও সূত্রে খবর, এদিন ২৩০ টি জেলা পরিষদের ব্যালট পেপার ও ৪০০ পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার সহ অনেক সংখ্যায় গ্রাম পঞ্চায়েতের ব্যালটও উদ্ধার হয়। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান সুতি ২ ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct