আপনজন ডেস্ক: কলকাতা লিগে মহমেডান এসসি-কে হারিয়ে বড় অঘটন ঘটাল ডায়মণ্ড হারবার এফসি। রাহুল পাসওয়ানের জোড়া গোলে মহমেডানকে ২-১ হারিয়ে দিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। এদিন প্রথমার্ধে ছিল গোলশূন্য । দ্বিতীয়ার্ধেই হয় তিন গোল। ডায়মন্ড হারবারের জয়ের পর ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন অভিষেক নিজেও। তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য কৃতিত্ব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। দলের এই ব্যতিক্রমী পারফরম্যান্সে আমি আনন্দিত এবং গর্বিত। অমূল্য নির্দেশিকার জন্য কোচ কিবু ভিকুনাকে ধন্যবাদ। আসুন আমরা অটল দৃঢ়তার সঙ্গে #DHFC-এর ধ্বজা উড়িয়ে রাখি।’ এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। মহমেডানকে তাদের ছন্দে সেভাবে আসতে দেইনি। তবে মাঝেমাঝে তারা কাউন্টার অ্যাটাকে উঠেছে। বিরতির আগে গোলের মুখ খুলতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিট নাগাদ বেনেস্টন ব্যারেটোর গোলে ১-০ এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। চার মিনিটের মধ্যেই পেনাল্টি পায় কিবু ভিকুনার টিম। ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে ১-১ করেন রাহুল পাসওয়ান। সমতা ফেরানোর ১০ মিনিটের মধ্যে রাহুলের দ্বিতীয় গোলে ২-১ করে ডায়মন্ড হারবার। সমতা ফেরাতে অবশ্য মহমেডান মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চললেও, এর পর আর কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।শেষে ২-১ ব্যবধানেই জয় ছিনিয়ে নেয় ডায়মন্ড হারবার। কলকাতা লিগের গ্রূপ এ-তে পাঁচ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ফেলল ডায়মন্ড হারবার। তারা তাদের গ্রূপের পয়েন্ট টেবলে শীর্ষস্থানই ধরে রাখল। এদিকে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল মহমেডান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct