আজিম শেখ, রামপুরহাট, আপনজন: গত ১৯ জুলাই বুধবার রাত্রিতে কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোহন খান নামে এক যুবকের চিকিৎসা করাকে কেন্দ্র করে কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের সাথে শুরু হয় বচসা।ঘটনাটি রামপুরহাট ১নং ব্লকের কাষ্ঠগড়া স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়ে তরীঘড়ি আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জখম চিকিৎসক ও নার্সকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তিকরেন। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে,কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মৃণালমণ্ডলের গলায় গভীর ক্ষত আছে বর্তমানে সে রামপুরহাট মেডিকেল কলেজের সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন। শোভন দে জানান, “রাতেই ওই সুস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সকলের সঙ্গে কথা বলি। এই পরিবেশে সুস্থ চিকিৎসা করা অসুবিধা হবে।” অন্যদিকে চিকিৎসক সংগঠন আইএমএ অভিযোগ করে ওই পরিস্থিতিতে কোনও চিকিৎসক সেখানে গিয়ে কাজের পরিবেশ পাবেন না। একইসঙ্গে পুলিশকে রাতেই জানানো সত্বেও তারা এফআইআর নিতে গড়মসি করে। পরে রামপুরহাট ১নং ব্লক স্বাস্থ্য আধিকারিক সপ্তর্ষি কীর্তনীয়া (বি এম ও এইচ) রামপুরহাট থানায় অভিযোগ করেন। একই সঙ্গে রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহাকুমা শাসক ও মহাকুমা পুলিশ আধিকারিক এবং রামপুরহাট ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধীরিক (বিডিও) কেও জানানো হয়।সেই পরিপেক্ষিতে শুক্রবার কাষ্ঠগড়া গ্রামের ফরিদ খান ও মারফত খান নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ ।তাদের রামপুরহাট আদালত তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চারদিন থেকে তালা বন্ধ থাকায় দূর দুরন্ত থেকে আসা রোগী দের বেহাল অবস্থা। চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে রামপুরহাট। কাছেই পাথর শিল্প বহু গাড়ি যাতায় করছে দিন রাত দুর্ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়তো কে দায় নেবে সেই রোগীদের? গ্রামবাসীর বক্তব্য চিকিৎসককে ও নার্সকে মারধর করা অপরাধ হয়েছে যারা এই কর্মের সাথে যুক্ত তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হোক আর আমাদের পরিষেবা খুলে দেওয়া হোক। কিন্তু এখনও পর্যন্ত নীরব প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct