আপনজন ডেস্ক: আবার হাজার হাজার ফুট গর্ত খোঁড়া নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কী করতে চাইছে চীন? উদ্দেশ্যটাই বা কী? এবার সিচুয়ান প্রদেশে ৩২ হাজার ৮০৮ ফুটের গর্ত খোঁড়া শুরু করেছে শি জিনপিংয়ের দেশ। এমনই দাবি করেছে চীনের সংবাদ সংস্থা জিনহুয়া। এর আগে, গত মে মাসে শিনজিয়াং প্রদেশে একই গভীরতার গর্ত খুঁড়েছিল চীন। তখনো জল্পনা শুরু হয়, কী উদ্দেশ্যে এই কাজ করছে তারা? যদিও সেই সময় দাবি করা হয়েছিল, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কেমন তা জানতে এবং সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে এই বিশাল গভীরতার কুয়া খোঁড়া হচ্ছে। তবে এবার কোনো তথ্য সংগ্রহ নয়, সিচুয়ান প্রদেশে প্রাকৃতিক গ্যাসের ভান্ডারের খোঁজ চালাতেই এই আয়োজন করেছে চীন। এমনই দাবি করেছে জিনহুয়া। চীনের দক্ষিণ-পূর্ব প্রদেশ সিচুয়ান প্রাকৃতিক সৌন্দর্য, মশলার জন্য বেশ খ্যাত। পাশাপাশি এই প্রদেশে প্রাকৃতিক গ্যাসের ভান্ডারও রয়েছে বেশ কয়েকটি। সেই ভান্ডারের খোঁজেই পৃথিবীর বুকে আবার গর্ত খোঁড়া শুরু করেছে চীন। সম্প্রতি চীন সরকার সমস্ত পেট্রোলিয়াম সংস্থাকে জ্বালানির উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। দেশে বিদ্যুৎ এবং জ্বালানির ঘাটতি মেটাতে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে শি জিনপিংয়ের দেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct