আপনজন ডেস্ক: বিশ্বের বিখ্যাত তারকাদের উপার্জনের মোটা একটা অংশ আসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। বিভিন্ন স্পন্সরড পোস্টের জন্য বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তি হয় তাদের। ইনস্টাগ্রাম থেকে উপার্জনের এই তালিকায় শীর্ষে ছিলেন মার্কিনী মিডিয়া পার্সন কাইলি জেনার। দুইয়ে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার ‘আইজি’ থেকে সর্বোচ্চ ইনকামের তালিকায় জেনার এবং মেসিকে এক ধাপ করে পেছনে ঠেলে শীর্ষস্থান দখল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। খবরটি দিয়েছে ফুটবলবিষয়ক ইংরেজি অনলাইন পোর্টাল ‘স্পোর্টসব্রিফ’। ইনস্টাগ্রামে সর্বোচ্চ ফলোয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। আইজিতে ৫৯৭ মিলিয়ন মানুষ পর্তুগিজ সুপারস্টারকে অনুসরণ করেন। এই তালিকায় দুইয়ে লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৪৭৯। ফলোয়ার সংখ্যায় চতুর্থ কাইলি জেনার, ৩৯৭ মিলিয়ন। তবুও ইনস্টাগ্রামে প্রত্যেক স্পন্সরড পোস্ট থেকে সর্বোচ্চ উপার্জন করতেন এই মার্কিনী অভিনেত্রী এবং সোশ্যালিস্ট। নতুন হালনাগাদ অনুসারে, ইনস্টাগ্রামে প্রত্যেক স্পন্সরড পোস্ট থেকে রোনাল্ডোর সর্বোচ্চ ইনকাম ১.৮৭ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি ৮ লাখ ১২ হাজার ৪১৫ টাকারও বেশি। সর্বোচ্চ উপার্জনের তালিকায় দুইয়ে থাকা কাইলি জেনার প্রত্যেক স্পন্সরড পোস্টের জন্য ১.৪৭ মিলিয়ন পাউন্ড চার্জ নিয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি ৫০ লক্ষ ২৪ হাজার টাকা। আর প্রত্যেক পোস্ট থেকে মেসির আয় ১.৩৮ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি ২৩ লক্ষ ৭১ হাজার টাকারও বেশি। রোনাল্ডো, জেনার, মেসির সঙ্গে ইনস্টাগ্রামে আয়ের শীর্ষ দশে রয়েছেন কিম কার্দেশিয়ান, ক্লো কার্দেশিয়ান এবং কেনডেল জেনারদের মতো বিশ্ব বিখ্যাত সেলিব্রেটিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct