আপনজন ডেস্ক: চলতি বছরের জুন পর্যন্ত ভারত থেকে ৮৭ হাজার মানুষ নাগরিকত্ব ছেড়েছেন। সংসদের বাদল অধিবেশনে এই তথ্য দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংসদে লিখিত জবাবে জয়শঙ্কর বলেন – ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৭.৫ লাখ মানুষ ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এদের অধিকাংশই আমেরিকায় যায়। আসলে, লোকসভা সাংসদ পি চিদাম্বরম বিদেশমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, গত তিন বছরে কতজন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন? এর পরে, তিনি কোন দেশের নাগরিকত্ব অর্জন করেছিলেন এবং ১২ বছরের মধ্যে নাগরিকত্ব ছেড়ে দেওয়ার সংখ্যা কি সবচেয়ে বেশি? জয়শঙ্কর বলেছেন, গত দুই দশকে, বিপুল সংখ্যক ভারতীয় বৈশ্বিক কর্মক্ষেত্র খুঁজছেন। এর মধ্যে অনেকেই নিজেদের সুবিধার্থে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০২০ সালে ৮৫ হাজার, ২০২১ সালে ১.৬৩ লক্ষ এবং ২০২২ সালে ২.২৫ লক্ষ ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, সরকার এই বিষয়ে বিবেচনা করেছে এবং মেক ইন ইন্ডিয়ার অধীনে এমন অনেক প্রচেষ্টা করেছে, যাতে দেশে বসবাস করার সময় নাগরিকদের প্রতিভা বৃদ্ধি করা যায়। সরকার দক্ষতা ও স্টার্টআপকেও উন্নীত করেছে। জয়শঙ্কর বলেন, বিদেশে ভারতীয় সম্প্রদায় আমাদের সম্পদ। আমরা প্রতিনিয়ত তাদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছি। তিনি বলেন যে সরকার ভারতীয় প্রবাসীদের সাথে জড়িত থাকার জন্য বেশ কিছু পরিবর্তন বাস্তবায়ন করেছে। প্রভাবশালী ভারতীয় প্রবাসীরা আমাদের জন্য একটি সম্পদ এবং আমরা তাদের মাধ্যমে দেশের উন্নয়নের জন্য পদক্ষেপ নিতে থাকব।ইকোনমিক টাইমস, বিদেশ মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে বলেছে, ২০২১ সালে আমেরিকায় যাওয়া ৭.৮৮লক্ষ লোক ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া দুই নম্বরে রয়েছে, যেখানে ২৩,৫৩৩ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এরপর তিন নম্বরে কানাডা এবং চার নম্বরে ব্রিটেন। ভারত সরকার প্রবাসী ভারতীয়দের সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন, এইচ১বি ভিসাযুক্ত ব্যক্তিদের তাদের কাজের ভিসা পুনর্নবীকরণের জন্য আর কোথাও যেতে হবে না। এইগুলি শুধুমাত্র আমেরিকাতে পুনর্নবীকরণ করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct