আপনজন ডেস্ক: মণিপুরে জাতিগত সহিংসতা ও মহিলাদের উপর নৃশংসতার প্রতিবাদে রবিবার গুজরাতের উপজাতি অঞ্চলে বন্ধ পালিত হবে বলে জানিয়েছেন এক আদিবাসী নেতা। শনিবার দলের এক মুখপাত্র জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষমতাসীন বিজেপির ‘ব্যর্থতার’ প্রতিবাদে বিরোধী দল কংগ্রেস বন্ধকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আদিবাসী একতা মঞ্চ-সহ বেশ কয়েকটি আদিবাসী সংগঠন একত্রিত হয়ে গুজরাতের আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে বন্ধের ডাক দিয়েছে। মণিপুরে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা ও নৃশংসতার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের আহ্বান অনুযায়ী রবিবার গুজরাতের উপজাতি অঞ্চলে বনধ পালিত হবে। সম্প্রতি আম আদমি পার্টি (এএপি) থেকে পদত্যাগ করা আদিবাসী নেতা প্রফুল ভাসাভা বলেন, মধ্যপ্রদেশে প্রস্রাবের ঘটনা এবং গুজরাতে আদিবাসীদের ওপর নৃশংসতা। তিনি বলেন, কোনও একক সংগঠন বা রাজনৈতিক দলের ব্যানারে নয়, বিভিন্ন উপজাতি এবং অন্যান্য সামাজিক-রাজনৈতিক সংগঠনের ঐকমত্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের প্রতিবাদে বেশ কয়েকটি আদিবাসী সংগঠন বনধের ডাক দিয়েছে। তারা কংগ্রেসকে বন্ধকে সমর্থন করার জন্য অনুরোধ করেছিল এবং দলটি এটিকে পুরোপুরি সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। গুজরাত কংগ্রেসের মুখপাত্র মণীশ দোশি বলেছেন, মণিপুরের পরিস্থিতির জন্য বিজেপি দায়ী। গত ৪ মে ধারণ করা একটি ভিডিও বুধবার প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায়, মণিপুরের যুদ্ধরত একটি সম্প্রদায়ের দুই নারীকে নগ্ন অবস্থায় অন্য পক্ষের কয়েকজন পুরুষ ঘোরাচ্ছে। উল্লেখ্য, গুজরাতে ভারতের তফসিলি উপজাতি (এসটি) জনসংখ্যার প্রায় আট শতাংশ, যা প্রধানত রাজ্যের পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে কেন্দ্রীভূত। গত ৩ মে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, যখন মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে ‘উপজাতি সংহতি পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct