আপনজন ডেস্ক: তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেছেন, বিজেপি সংসদের কার্যক্রমকে বাধা দিচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মণিপুর ইস্যুতে রাজ্যসভা বা লোকসভায় বিতর্ক শুরু করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিজেপিই #Parliament আটকে দিচ্ছে। আসুন সোমবার সকাল ১১টায় মণিপুর নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে দিন যে তিনি কোথায় আলোচনা শুরু করতে চান। তার পছন্দ। লোকসভা বা রাজ্যসভা। রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় নেতা ও’ব্রায়েন টুইট করে বলেন, অবশ্যই আমরা সবাই অংশ নেব। অন্যদিকে, টুইটে তৃণমূলের তরফে মোদীকে তুলোধনা করে লেখা হয়েছে, ‘বিজেপি দেশের উদ্বেগজনক বিষয়গুলিকে উপেক্ষা করার নীতি নিয়েছে। মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বিদেশে আনন্দদায়ক সময় কাটিয়ে এসেছেন। জনগণের দুর্দশা নিয়ে চিন্তা প্রায় নেই! প্রধানমন্ত্রী কতদিন কুমিরের কান্না কাঁদবেন?’ উল্লেখ্য, মণিপুর নিয়ে শেষমেশ ঘটনা শুরুর ৭৮ দিনের মাথায় মুখ খোলেন প্রধানমন্ত্রী। দুই মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মোদী। সংসদের বাদল অধিবেশন শুরুর আগের বক্তৃতায় মোদী বলেন, ‘মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের কাছেই লজ্জার। ওই ঘটনার জন্য দেশের ১৪০ কোটি জনগণের মাথা হেঁট হয়ে গেছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct