আপনজন ডেস্ক: বৃহস্পতিবারে পর পর প্রকাশিত হলো বেশ কয়েকটি পরীক্ষার চূড়ান্ত ফল। ছাত্র-ছাত্রীদের মনে খুশির হওয়া। প্রথমে প্রকাশিত হল ডব্লিউবিসিএস সি গ্রূপের চূড়ান্ত ফল। সি গ্রূপের ইন্টারভিউ হয়েছিল এ বছরের মে মাসে। কলেজস্ট্রিটের একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে চূড়ান্তভাবে সফল হল ৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী। চমকপ্রদ সাফল্যে এই প্রতিষ্ঠানে উচ্ছসিত সকলে। প্রসঙ্গত উল্লেখ্য সি গ্রুপের বিভিন্ন পদে এ বছর মোট সফল হয়েছে ২০০ জনের মতো প্রার্থী, তার মধ্যে শুধুমাত্র একাডেমিক অ্যাসোসিয়েশন থেকেই সফল হয়েছে ২৫ শতাংশেরও বেশি ছাত্রছাত্রী। দুরন্ত এই সাফল্যে এই প্রতিষ্ঠানের উপদেষ্টা শামীম সরকার জানালেন, অর্গানাইজডভাবে কোচিং দেওয়ার ফলে ছাত্র-ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে এবং সাফল্যও আসছে। একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পদে সফল হয়েছেন অরিজিৎ মন্ডল, শুভঙ্কর বিশ্বাস , বুদ্ধদেব সরকার, নৌসাদ আলম, অর্ক দে, ওয়াসিম আক্রাম , তারিক জাইদি প্রমুখ ছাত্রছাত্রীরা। জয়েন্ট বিডিও পদে যোগদান করবেন এখানকার অভিষেক সিনহা এবং ফারহেনা খাতুন। রেভিনিউ অফিসার পদে সফল হয়ে কাজে যোগ দেবেন সাদাফ নাজির, মোহাম্মদ শেখ জসিমউদ্দিন, নিউটন সরকার, মোঃ জর্জিস হোসেন, জয়ন্ত চক্রবর্তী, পৃথিশ নাথ, সুচেতা গাঙ্গুলি এবং সীমা বিশ্বাসরা।কলকাতার রাজাবাজারের তারিক যাইদি অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পদে সফল হয়েছেন। তিনি একাডেমিক অ্যাসোসিয়েশনের কোচিং এর প্রশংসা করে বলেন, পরিশ্রম করেছিলাম, আর পেয়েছিলাম একাডেমিক থেকে সঠিক গাইডেন্স। শামীম স্যারকে ধন্যবাদ জানাতে চাই , তার পরামর্শ এবং ইনস্পিরেশন আমার এই সাফল্যের পথে অনুঘটক হিসেবে কাজ করেছে। সুচেতা গাঙ্গুলী রেভিনিউ সার্ভিসে সিলেক্টেড হয়েছেন, তার বাড়ি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের জামুরিয়ায়। এর আগে তিনি মিসলেনিয়াস সার্ভিস এবং আইসিডিএস সুপারভাইজার পদেও সফল হয়েছেন। এই সাফল্যে তিনি অতিশয় আনন্দিত। একাডেমিক অ্যাসোসিয়েশন এবং সেই সঙ্গে শামীম স্যারকে ধন্যবাদ জানিয়ে বলেন এখানকার প্রতিটি ক্লাস আমি মনোযোগ দিয়ে করেছিলাম। এখানকার নোটস এবং মক টেস্ট এক কথাই অনবদ্য। আমার এই সাফল্যের পিছনে একাডেমিক অ্যাসোসিয়েশনের অবদান ভুলবার নয়. মুর্শিদাবাদের ডোমকলের ফারহেনা খাতুন জয়েন্ট বিডিও পদে চূড়ান্তভাবে সফল হয়েছেন। সাফল্য প্রসঙ্গে তিনি জানালেন, একাডেমিক অ্যাসোসিয়েশনের ইন্টারভিউ সেশন এক কথায় অনবদ্য। ইন্টারভিউ ক্লাসের পাশাপাশি মকগুলো আমার প্রস্তুতিকে ক্ষুরধার করে তুলেছে। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পদে সফল আকাশ মুখার্জি সাফল্য প্রসঙ্গে জানালেন কঠোর পরিশম, আত্মবিশ্বাস, প্রতিদিন নিয়মিত অনুশীলন, ও বাংলা ইংলিশ নিয়মিত অনুশীলন আমার সাফল্যর পেছনে দায়ী।। একাডেমিক এসোসিয়েশনর মক ইন্টারভিউ প্র্যাক্টিসও আমাকে ইন্টারভিউ অতিক্রম করে ডব্লুবিসিএস অফিসার হতে বিশেষ ভাবে সাহায্য করেছে।। শামীম স্যার কে ধণ্যবাদ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব-ইন্সপেক্টর এর চূড়ান্ত ফলও প্রকাশিত হলো বৃহস্পতিবারে। একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে সফল হল ২৫ জনেরও বেশি ছাত্রছাত্রী। একাডেমিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সহায়তায় মোল্লার ঠেস ক্যাম্পাস থেকে সাব ইন্সপেক্টার পদে সফল হয়েছে তিনজন প্রার্থী। তারা হলেন শেখ নুরুল হাসান, আলমগীর শেখ এবং আমিরুল ইসলাম মিদ্দা। এছাড়াও সাব ইন্সপেক্টর পদে একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে সফল হয়েছে জয়ারানি নস্কর, সুমিতা বর্মন , সুচেতা গাঙ্গুলী, সৌরভ দাস, শেখ ফারুক আলী, শেখ হাবিবুর রহমান, দেবাদ্রুতি রায়, সুজিত কুমার পাল, সন্তু ঘোষ, মিঠুন কাঞ্চি, অঞ্জলি বর্মন, সুমন ঘোষ প্রমুখ প্রার্থীরা। বৃহস্পতিবারে প্রকাশিত হল ওয়ারলেস অপারেটর পদেরও চূড়ান্ত ফল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই পরীক্ষাটি নেয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। প্রিলি, মেন এবং ইন্টারভিউ এর গণ্ডি পেরিয়ে প্রায় আড়াই বছর পর প্রকাশিত হলো চূড়ান্ত ফলাফল। এই পরীক্ষাতেও একাডেমিক অ্যাসোসিয়েশন ঈর্ষণীয় রেজাল্ট করলো । সফলদের মধ্যে রয়েছেন মিন্টু লাহা, শেখ নুরুল হাসান, পল্লব বিজলী, শেখ মুফাস্সির আলী পুরকাইত, শীর্ষেন্দু নস্কর এবং কৈলাস মন্ডল। ছাত্র ছাত্রীদের সাফল্য প্রসঙ্গে উপদেষ্টা শামীম সরকার বলেন, হাল না ছেড়ে প্রচেষ্টা চালিয়ে গেলে সাফল্য যে আসবেই তা আরো একবার প্রমাণিত হলো। কোভিড পরবর্তী সময়ে নিয়োগের গতি কিছুটা শ্লথ হলেও বর্তমানে নিয়োগের হার বাড়ছে। উত্তরোত্তর প্রচুর সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হচ্ছে। তাই ছাত্র-ছাত্রীদের হতাশা ঝেড়ে ফেলে পরীক্ষার চাকরির জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করা দরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct