নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার পাঁচলায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে একটি ই- মেল করা হয়েছিল। কিন্তু ওই মহিলা বা তার স্বামী কোন জবানবন্দি দেননি । গোটা অভিযোগটি উড়িয়ে দিলেন রাজ্য পুলিশের বর্তমান ডিজি। তিনি বলেন, শুধুমাত্র ই- মেল করে একটি অভিযোগ করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্যব। রাজ্য পুলিশের ডিজি এও দাবি করেন যে, পাঁচলা ও ডোমজুড়ে নারী নিগ্রহ হয়েছে বলে যে অভিযোগ আনা হচ্ছে তা নিয়ে স্থানীয় বাসিন্দারা কোন তথ্য দিতে পারেননি। পাঁচলার ঘটনার ই - মেল পাওয়ার পর হাওড়া পুলিশ নিজে থেকে ১০ জুলাই একটি মামলা রুজু করেছে। এরপর পুলিশের পক্ষ থেকে যিনি ই- মেল করেছিলেন সেই মহিলা এবং তার স্বামীকে যোগাযোগ করতে বলা হয় এবং তাদের গোপন জবানবন্দি দিতে বলা হয়। কিন্তু তারা কেউই শুক্রবার পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকে কোথায় চিকিৎসা করানো হয়েছে সেই তথ্য জানতে চাওয়া হয়, তাও তারা জানান নি, বলে ডিজি দাবি করেন। গোটা বিষয়টিতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে রাজ্য পুলিশের ডিজি জানান। রাজ্য পুলিশের ডিজি দাবি করেন, রাজ্যে নারী নিগ্রহের যে রকম পরিবেশ গড়ে তোলা হচ্ছে ও অভিযোগ আনা হচ্ছে,তা সঠিক নয় । তিনি আরো বলেন গত ৮ জুলাই হাওড়ার পাঁচলা ও ডোমজুড়ে যে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে, বলা হচ্ছে, এখন সাধারণ মানুষের সবার কাছে মোবাইল ফোন আছে, ওই রকম একটি ঘটনা ঘটল আর তার কোন ভিডিও ফুটেজ আমাদের সামনে এল না এটা হতে পারে না। তবুও এলাকার সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। বলে রাজ্য পুলিশের ডিজি জোরের সাথে দাবী করেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় হাওড়ার পাঁচলা ও ডোমজুড়- এ নারী নিগ্রহের ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেলেন। শুধু তাই নয়, বিজেপির হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় পুলিশ এই নারী নিগ্রহের ঘটনার পর কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আনেন। সেই অভিযোগ পুরোপুরি অসত্য বলে দাবি করেন ,রাজ্য পুলিশের বর্তমান ডিজি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct