সুব্রত রায়, কলকাতা, আপনজন: শুক্রবার ২১শে’র শহীদ দিবস সমাবেশে শেষের দিকে সাদা গাড়িতে চেপে সভাস স্থলে হাজির হন মুকুল রায়।সভাস্থলে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি কাঁচাপাকা চুলের কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। পরে শুভ্রাংশুকে দেখে তাঁর বাবা মুকুল রায়কে চিনতে পারেন। তার পরে শুভ্রাংশুর সঙ্গে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবকেরা মুকুলকে নিয়ে যেতে শুভ্রাংশুকে সহযোগিতা করেন। গত বছর ২১ জুলাইয়ের সমাবেশেও এসেছিলেন মুকুল রায়। সে বারও মঞ্চে ওঠেননি তিনি। নীচে বসে থেকে পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গিয়েছিলেন। শুক্রবারও ধর্মতলায় একুশের শহীদ সমাবেশে আসেন মুকুল রায় ছেলে সুঘ্রাংশুর হাত ধরে নিচে বসে বক্তব্য শুনে ফিরে যান। এদিন তার কথাবার্তা বেশ কিছুটা জড়িয়ে যাচ্ছিল। পরিচিতেরা জানতে চান, তাঁর শরীর কেমন আছে? জবাবে মুকুল বলেন, ‘‘শরীর মোটামুটি ভালই আছে। তবে এখন আর বাড়ি থেকে খুব বেশি বার হই না।’’ উপস্থিত পরিচিত তৃণমূল নেতা কর্মীদের মুকুল রায় বলেন, ‘‘এসো না একদিন বাড়িতে। কথা হবে।’’ এর পর সভা শেষ হয়ে গেলে ঘরফেরতা ভিড়ের মধ্যে চলে যান মুকুল-শুভ্রাংশু। তার কিছু পরে বেরিয়ে এসে গাড়ির দিকে চলে যান তিনি। সমাবেশস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় মুকুলকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কি তাঁর দেখা হয়েছে? জবাবে মুকুল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তবে কথা হয়নি।’’ তাঁর বাবার এ হেন আচমকা জুলাইয়ের সমাবেশে আসা নিয়ে পুত্র শুভ্রাংশ পরে বলেন, ‘‘বাবা অসুস্থ। তা-ও ২১ জুলাইয়ের কর্মসূচিতে আসতে চেয়েছিলেন। তাই নিয়ে এসেছিলাম। আবার তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।’’ তৃণমূলের একটি সূত্রের দাবি, শুক্রবারের সভায় মুকুলের আসা নিয়ে বৃহস্পতিবার মমতার সঙ্গে শুভ্রাংশুর ফোনে একপ্রস্ত কথা হয়েছিল। ফলে অনেকেই আশা করেছিলেন, মুকুল আসবেন। তবে সে কথা আনুষ্ঠানিক ভাবে কেউই জানাতে চাইছিলেন না।এই সে দিনও তিনি বলেছেন, বিজেপিতে আছেন। সেই মুকুল রায়ই হাজির তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে। শুক্রবার যখন সমাবেশ প্রায় শেষের দিকে, শেষ বক্তা হিসাবে বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই একটি সাদা গাড়িতে চেপে মঞ্চের পিছনে এসে নামতে দেখা যায় মুকুলকে। পুত্র শুভ্রাংশু রায় সকাল থেকেই স্বেচ্ছাসেবকদের পোশাকে মোতায়েন ছিলেন সভামঞ্চের কাছে। তিনিই এগিয়ে এসে উদ্যোগী হয়ে বাবাকে মঞ্চের দিকে নিয়ে যান। যদিও মঞ্চে ওঠেননি একসময়ের দলের সেকেন্ড - ইন -কমান্ড মুকুল রায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct