আপনজন ডেস্ক: গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির নেতৃত্ব হারান হ্যারি ম্যাগুয়ের। এরপরই শোনা যায়, রেড ডেভিলদের নতুন অধিনায়ক হচ্ছেন ব্রুনো ফার্নান্দেজ। গুঞ্জন বাস্তবে রূপ নিলো। পর্তুগিজ মিডফিল্ডারকে নেতৃত্বে গুরুভার দিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। গত ১৭ই জুলাই রাতে নিজের টুইটার হ্যান্ডেল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের নেতৃত্ব হারানোর খবর নিজেই দেন হ্যারি ম্যাগুয়ের। বৃহস্পতিবার রাতে নতুন অধিনায়ক হিসেবে ব্রুনো ফার্নান্দেজের নাম ঘোষণা করে ইউনাইটেড। ম্যানইউর বিবৃতিতে বলা হয়, ‘পর্তুগিজ মিডফিল্ডার এরইমধ্যে বেশ কয়েকবার ইউনাইটেডের অধিনায়কত্ব করেছেন এবং এরিক টেন হাগ নিশ্চিত করেছেন যে তিনি এখন দলকে স্থায়ীভাবে নেতৃত্ব দেবেন।’ চোট এবং ফর্মহীনতায় ২০২২-২৩ মৌসুমে ম্যানইউর অর্ধেক ম্যাচে বেঞ্চে বসে কেটেছে হ্যারি ম্যাগুয়েরের। ইংলিশ ডিফেন্ডারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন ব্রুনো ফার্নান্দেজ।২০২০ সালে স্পোর্তিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ব্রুনো ফার্নান্দেজ। সেই থেকে এখন পর্যন্ত ম্যানইউ সমর্থকদের ভোটে দু’বার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার স্যার ম্যাট বুসবি অ্যাওয়ার্ড জিতেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ম্যানইউর বিবৃতিতে বলা হয়, ‘অধিনায়ক হিসেবে দুইবারের স্যার ম্যাট বুসবি বর্ষসেরা খেলোয়াড় হওয়া ফার্নান্দেজ দলকে খুব ভালোভাবে অনুপ্রাণিত করতে পারবেন। আর ২০২৩-২৪ মৌসুমে দলকে সাফল্য এনে দিতে ভূমিকা রাখবেন।’ ম্যানইউর হয়ে তিন বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৪ ম্যাচে ৪৪ গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ। গত রোববার অধিনায়কত্ব হারানোর কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ম্যাগুয়ের লিখেছিলেন, ‘আজ কোচের (টেন হাগ) সঙ্গে আলোচনার পর তিনি আমাকে জানিয়েছেন যে, অধিনায়ক পরিবর্তন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct