আপনজন ডেস্ক: এশিয়া কাপ কোথায় হবে, কীভাবে হবে, তা নিয়ে কম ধোঁয়াশা তৈরি হয়নি। সেটি ঠিক হওয়ার পর সম্প্রতি সূচিও ঘোষণা করা হয়েছে এশিয়ার ছয়টি দলের এ ক্রিকেট টুর্নামেন্টের। তবে এর সূচি ঘোষণা নিয়ে এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট ও ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ টুইটারে আগেভাগেই এশিয়া কাপের সূচি ঘোষণা করে দেওয়ায় অসন্তুষ্ট হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৯ জুলাই লাহোরে এক অনুষ্ঠানের মাধ্যমে এশিয়া কাপের সূচি ঘোষণা করতে চেয়েছিল আয়োজক পিসিবি। সূচি ঘোষণার সঙ্গে ট্রফি উন্মোচনও ছিল অনুষ্ঠানের অংশ। পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরাফ ছাড়াও সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজরা উপস্থিত ছিলেন সেখানে। তবে পিসিবির সে অনুষ্ঠানের ‘রোমাঞ্চ’ অনেকটাই মিলিয়ে যায় শাহর টুইটে। লাহোরের অনুষ্ঠান শুরুর আধা ঘণ্টা আগেই টুইটারের ব্যক্তিগত প্রোফাইল থেকে এশিয়া কাপের সূচি প্রকাশ করেন তিনি। শাহ যখন সূচি টুইট করেন, তখনো এসিসির অ্যাকাউন্ট থেকে সূচির ব্যাপারে কোনো ঘোষণা আসেনি। তিনিই যে সূচি ঘোষণা করছেন, টুইটে সেটিও জানান শাহ। শাহর এভাবে সূচি ঘোষণা করে দেওয়ায় নাকি বেশ অসন্তুষ্ট ও হতাশ হয়েছে পিসিবি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct