আপনজন ডেস্ক: আদালতের পক্ষ অনুমতি দেয়া হয় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের কপি পড়ানোর। আর যে ব্যক্তি কুরআনের কপি পোড়াবে তাকে পুলিশ পাহারা দেবে যেন কেউ তার ক্ষতি করতে না পারে। এমন সব কাণ্ড গড়াচ্ছে ইউরোপের দেশ সুইডেন। সুইডেনে আবারো পবিত্র কুরআনের অবমাননা হয়েছে। আগেরবারের ঘটনা নিয়ে ব্যাপক প্রতিবাদ হওয়ার পরও বৃহস্পতিবার কড়া পুলিশ পাহারার মধ্যে স্টকহোমে কুরআন এবং ইরাকি জাতীয় পতাকার অবমাননা ঘটে। সুইডেনের রাজধানীতে ইরাকি দূতাবাসের সামনে বর্তমানে সুইডেনে বসবাসকারী ইরাকে জন্মগ্রহণকারী সালওয়ান মমিকা কুরআন এবং ইরাকি পতাকা মাটিতে ফেলে পদদলিত করেন। গত মাসে তিনিই স্টকহোমে কুরআন পুড়িয়েছিলেন। ঈদুল আজহার দিনে কুরআন পোড়ানো নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সুইডেনের সাথে সম্পর্কচ্ছেদের ইরাকের হুঁশিয়ারি সত্ত্বেও বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। দূতাবাসে প্রবেশের নিন্দা এদিকে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বাদগাদে তাদের দূতাবাসে হামলার নিন্দা করে বলেছে এটি ভিয়েনা কনভেনশযেনর ‘মারাত্মক লঙ্ঘন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct