আপনজন ডেস্ক: শুক্রবার তৃণমূল ধর্মতলার শহীদ সমাবেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এমজিএনআরইজিএ এবং অন্যান্য প্রকল্পের আওতায় বাংলার তহবিল আটকে দেওয়ার জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গান্ধী জয়ন্তীতে (২ অক্টোবর) দিল্লিতে একটি বিশাল বিক্ষোভ শুরু করবে তৃণমূল। অভিষেক বলেন, গোটা দেশ এখন এই স্লোগানে মুখরিত যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা হবে এবং নবগঠিত বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ২০২৪ সালে পরবর্তী সরকার গঠন করবে। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে কেন্দ্র বাংলাকে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, আমি আগেই বলেছি, এমজিএনআরইজিএ-র আওতায় বাংলার তহবিল আটকে দেওয়ার জন্য বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা দিল্লিতে একটি বিশাল প্রতিবাদ শুরু করব। ২ অক্টোবর আমরা কৃষি ভবনের বাইরে প্রতিবাদ করব। কেন্দ্রের সৎ মায়ের আচরণের প্রতিবাদে আগামী ৫ আগস্ট রাজ্যের প্রতিটি ব্লকে প্রত্যেক বিজেপি নেতার বাড়ি ঘেরাও করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূলের দুইবারের সাংসদ। তিনি বলেন, ‘রাজ্যের উন্নয়নের জন্য কাজ করার পরিবর্তে, বাংলার বিজেপি নেতারা কেন্দ্রের সাথে ষড়যন্ত্র করছে এবং বাংলার দরিদ্র মানুষের জন্য অর্থ বন্ধ করতে বলছে। ৫ আগস্ট আমরা রাজ্যের প্রতিটি বিজেপি নেতার বাড়ির বাইরে ঘেরাও করব। কোনও বয়স্ক বা অসুস্থ ব্যক্তির প্রবেশ ও প্রস্থানকে বাধা দেবেন না, তবে বিজেপি নেতাদের বাইরে আসতে বা ভিতরে যেতে দেবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে বিক্ষোভ সংগঠিত করার অভিষেকের আহ্বানকে সমর্থন করে বলেন, “বিজেপি নেতাদের বাড়ির বাইরে ব্লক স্তরে বিক্ষোভের আয়োজন করা উচিত এবং তাও বাড়ি থেকে ১০০ মিটার দূরে যাতে তাদের নিজের বাসভবনে প্রবেশ ও প্রস্থান বন্ধ করার অভিযোগ আনা না যায়। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ২০০৫ (এমজিএনআরইজিএ)- এর লক্ষ্য হল গ্রামীণ এলাকার পরিবারগুলির জীবিকার নিরাপত্তা বাড়ানো। এমজিএনআরইজিএ এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের আওতায় রাজ্যকে অর্থ না দেওয়ার কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে মার্চ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনের অবস্থান ধর্মঘট করেছিলেন। বিরোধী জোট প্রসঙ্গে অভিষেক বলেন, সেই দিন বেশি দূরে নয়, যেদিন বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct