আপনজন ডেস্ক: অবশেষে কেরলের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এম ওয়াহাবকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। কেরলের কোল্লাম জেলার কানকাঠুমুক্কুর বাসিন্দা এম ওয়াহাব। তিনি কেরলের প্রখ্যাত সমাজসেবী ও শিক্ষা সংস্থা মুসলিম এডুকেশনাল সোসাইটি বা ‘মেস’-এর ভাইস প্রেসিডেন্ট। ‘মেস’-এর প্রেসিডেন্ট প্রখ্যাত নিউরো চিকিৎসক ডা. পি এ ফজল গফুর। তার হাতেই দেশের মধ্যে মুসলিম পরিচালিত প্রথম মেডিক্যাল কলেজ ‘মেস মেডিক্যাল কলেজ’ প্রতিষ্ঠিত হয়েছে কেরলের মালাপ্পুরমে। মেস-এর অধীনে মেডিক্যাল কলেজ সহ দেড়শোটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পেশাভিত্তিক কোর্সের জন্য ১০টি কলেজ, ২১টি আর্টস ও সায়েন্স কলেজ, ৮টি মহিলা কলেজ, ৪৫টি স্কুল, এছাড়া ৬৬টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই ‘মেস’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করে আসছেন ওয়াহাব। উল্লেখ্য, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান আইএএস পি বি সালিমও কেরলের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct