আপনজন ডেস্ক: বিশ্বের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত শাসক হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ তিনি দীর্ঘ চার বছর ধরে পাশের দেশ ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছেন। ২০১৮ সালে হামলা করে দেশটি কিছু অংশ দখল করে নেন। তখন সহজে কাজটি শেষ করতে পারায় বিশ্ব সেদিকে তেমন নজর দেয়নি। তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ছিলো তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। তাই এই নিয়ে তেমন হৈ চৈ হয়নি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এখন জো বাইডেন। সে কারণে ২০২২ সালের ফ্রেবুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে এখনও পর্যন্ত কাঙ্খিত জয় পাননি পুতিন। উল্টো পরাজয়ের ভয়ে আছেন তিনি। এদিকে আগামী মাসেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ব্রিকসের শীর্ষ সম্মেলন। তবে, আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কারণে এই সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার (১৯ জুলাই) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে কয়েক মাসের জল্পনা কল্পনার সমাপ্তি ঘটল। খবর এএফপির। ব্রিকস সম্মেলনে যোগ দিবেন পুতিন এমন খবর পাওয়া যাচ্ছিল অনেক আগে থেকেই। তবে, পুতিনের আগমন নিয়ে কূটনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছিল দক্ষিণ আফ্রিকা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct