আপনজন ডেস্ক: লন্ডনের বিখ্যাত ট্রোকাডেরো কমপ্লেক্সে মসজিদ করার অনুমোদন পেয়েছে যুক্তরাজ্যের মুসলিম দাতব্য সংস্থা আজিজ ফাউন্ডেশন। ওয়েস্ট এন্ডের এককালের বিখ্যাত বিনোদনকেন্দ্র ট্রোকাডেরো কমপ্লেক্সের একটি অংশে মসজিদ ও ইসলামিক সেন্টার করার অনুমতি দেয় ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল। গত ১৬ জুলাই যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়। জানা যায়, লন্ডনের মূলকেন্দ্রে নামাজের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মসজিদ করার অনুমোদন চাইলে ৩৯০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদ করার এ অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০২০ সালে এখানে এক হাজার ব্যক্তির ধারণক্ষমতার মসজিদ করার পরিকল্পনা নেওয়া হলেও ডানপন্থী দলগুলো ও স্থানীয়দের বিরোধিতার মুখে তা বাদ দেওয়া হয়। এক বিবৃতিতে আজিজ ফাউন্ডেশন জানায়, ট্রোকাডেরো কমপ্লেক্সের বেসমেন্টে খালি জায়গা মসজিদ হিসেবে ব্যবহৃত হবে। এখানে যেসব মুসলিম কাজ করেন, ঘুরতে আসেন এবং বসবাস করেন স্থানটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নামাজের স্থান হিসেবে ব্যবহৃত হলেও ভবনটি আগের মতো সব ধর্মাবলম্বী ও দলের জন্য উন্মুক্ত থাকবে। তা ছাড়া পিকাডিলি কমিউনিটি সেন্টার, নামাজের স্থান ও স্থানীয় সামাজিক উদ্যোগ ও আন্তর্ধর্মীয় কার্যক্রমে ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা বলা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct