আপনজন ডেস্ক: গত ৭০ দিনেরও বেশি সময় ধরে মণিপুরের মানুষ এবং বাইরের লোকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্যের জাতিগত সংঘাতের বিষয়ে নীরবতা ভাঙার আহ্বান জানিয়ে আসছেন। যার ফলে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের জীবিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই নীরবতা ভেঙে অবশেষে বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মণিপুরে দু’জন মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভয়াবহ ভিডিও বুধবার ভাইরাল হওয়ার ঘটনায় তার হৃদয় বেদনা ও ক্ষোভে ভরে গেছে। আমি জাতিকে আশ্বস্ত করতে চাই, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মণিপুরের কন্যাদের সঙ্গে যা হয়েছে তা কখনও ক্ষমা করা যাবে না। মোদি আরও বলেন, আমি যখন গণতন্ত্রের এই মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি, তখন আমার হৃদয় বেদনা এবং ক্রোধে ভরে গেছে। মণিপুরের ঘটনা যে কোনও সভ্য জাতির জন্য লজ্জাজনক। গোটা দেশ লজ্জিত হয়েছে।নি আরও বলেছেন, ধর্ষকদের রেয়াত করা হবে না। নারীদের সুরক্ষায় আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। মোদী বলেছেন, “আমি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে মহিলাদের সম্মান রক্ষা করার জন্য আবেদন করছি, তা সে রাজস্থান, মণিপুর বা ছত্তিশগড়ই হোক। মহিলাদের সুরক্ষার জন্য আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে”। তিনি আরও বলেন, “আমি আমার দেশবাসীকে আশ্বস্ত করছি যে কোনও অপরাধীকে রেয়াত করা হবে না। মণিপুরের মহিলাদের সঙ্গে যা ঘটেছে তা লজ্জাজনক”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct