আপনজন ডেস্ক: সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে দু’জন মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিও দেখে ‘গভীরভাবে বিচলিত’ বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে, মহিলাদের সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা সাংবিধানিক গণতন্ত্রে একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ভিডিওটি আমলে নিয়ে কেন্দ্র ও মণিপুর সরকারকে অবিলম্বে প্রতিকারমূলক, পুনর্বাসন মূলক ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছে। বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, সংবাদমাধ্যমে যে দৃশ্য দেখানো হয়েছে, তাতে সাংবিধানিক লঙ্ঘন ও মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেঞ্চ বলেছে, মণিপুরে ওই দুই মহিলাকে যেভাবে প্যারেড করা হয়েছে, তা নিয়ে গতকাল যে ভিডিগুলি প্রকাশিত হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
প্রধান বিচারপতি বলেন, আমি মনে করি সরকারের সত্যিই পদক্ষেপ নেওয়ার সময় এসেছে কারণ এটি একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, আমরা সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য কিছুটা সময় দেব, অন্যথায় যদি মাটিতে কিছু না ঘটে তবে আমরা ব্যবস্থা নেব। বিচারপতি চন্দ্রচূড় বলেন, সাম্প্রদায়িক সংঘাতের ক্ষেত্রে সহিংসতা চালানোর জন্য মহিলাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করা বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য। মণিপুরে মহিলাদের উপর যৌন নিপীড়ন ও সহিংসতার যে দৃশ্য গতকাল থেকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে আদালত গভীরভাবে বিচলিত। গণমাধ্যমে যা চিত্রিত হয়েছে তা গুরুতর সাংবিধানিক লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেবে। সাংবিধানিক গণতন্ত্রে সহিংসতার হাতিয়ার হিসেবে নারীদের ব্যবহার একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, অপরাধীদের জবাবদিহি করতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে এবং কী পদক্ষেপ নেবে সে সম্পর্কে শীর্ষ আদালতকে অবহিত করতে হবে। প্রতিকারমূলক, পুনর্বাসন মূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে এবং হলফনামায় তালিকাভুক্তির পরবর্তী তারিখের আগে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে।এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। হেরাদাস নামে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে থাউবাল জেলা থেকে গ্রেফতার করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct