সেখ মহম্মদ ইমরান, গড়বেতা, আপনজন: যত ভোটে জিতেছেন, ঠিক ততগুলি গাছ লাগানোর অঙ্গীকার করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৪৯ নম্বর আসনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা শিক্ষক নেতা শান্তনু দে। জেলা শিক্ষক সংগঠনের চেয়ারম্যানও তিনি। পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর এমনই অঙ্গীকার করেছেন ওই শিক্ষক নেতা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ নম্বর ব্লকের ৪৯ নম্বর জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছেন তিনি। শ্যামনগর, ধাদিকা, বেনাচাপড়া ও আগরা এই চারটি অঞ্চল নিয়ে গঠিত এই জেলা পরিষদ আসনটি।নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে ১৭,৬৩২ ভোটে পরাজিত করেন শান্তনু। শিক্ষক নেতা শান্তনুর প্রাপ্ত ভোট ২৫,৭৬৩। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৮,১৩১। বিপুল ব্যবধানে জয়ের পর তৃণমূল প্রার্থী ঠিক করেছেন, যত ভোটে জয়ী হয়েছেন, ৫ বছরে নিজের এলাকায় ঠিক ততগুলি গাছ লাগাবেন। শান্তনু বলেন, ‘আমার এলাকায় উন্নয়নের কাজ শুরু হবে গাছ লাগানোর মধ্য দিয়েই’। শান্তুনুর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct