সুরজীৎ আদক, বাগনান, আপনজন: একুশে জুলাই-এর প্রস্তুতি বৈঠক থেকে বিজেপি-কে তীব্র আক্রমণ হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। বুধবার বাগনান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শরৎ ও ওড়ফুলি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আগামী ২১শে জুলাই-এর প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল দেউলটি-তে।সভা থেকে বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন জানান, বিজেপি যে নোংরা রাজনীতি করছে গোটা ভারতবর্ষে। তাই আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা কেন গোটা ভারতবর্ষ থেকে যে মুছে যাবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।এদিন বিধায়ক ২১শে জুলাই-এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।এদিনের এই প্রস্তুতি সভার বৈঠকে বহু তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বাগনান-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস,বাগনান-২নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন,বাগনান কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস কুমার বসু,বাগনান কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিত পাল,শ্রমিক সংগঠনের অন্যতম নেতা দ্বীপ সরকার,তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সেখ তাহিদুল ইসলাম।অন্যদিকে চণ্ডীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে ২১শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে পথসভা অনুষ্ঠিত হল কুলগাছিয়ার সুপার মার্কেট চত্বরে। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল চন্দ্র কর,চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল হক মোল্লা,উপ-প্রধান সহদেব রুইদাস,হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি,চণ্ডীপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অঞ্জন রুইদাস সহ নেতৃবৃন্দ। এরই পাশাপাশি তুলসীবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১শে জুলাই-এর প্রস্তুতি সভার বৈঠক অনুষ্ঠিত হল কামিনা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।একই সাথে নব নির্বাচিত সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়।যেখানে উপস্থিত ছিলেন তুলসীবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া-২নং ব্লকের পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সদস্য মদনমোহন মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct