আপনজন ডেস্ক: বিমানযাত্রায় ফ্লাইটে ওঠার আগে আমাদের বেশ কিছু নিয়ম মানতে হয়, সাথে বেশ কিছু সিকিউরিটি চ্যাকিং এর মধ্য দিয়ে যেতে হয়। তবে যারা নিয়মিত আকাশপথে যাতাযাত করেন, তারা এসব নিয়ম-কানুন সম্পর্কে অবহিত। কিন্তু যারা প্রথমবার বিমানে ঘুরতে যাচ্ছেন, তাদের কিছু জিনিস মাথায় রাখা জরুরি। ইদানীং নিজের দেহের মাপের চেয়ে বড় পোশাক পরার চল হয়েছে। ‘ম্যাক্সি ড্রেস', ঢিলেঢালা জ্যাকেট, ‘হুডিস', একাধিক পকেট দেওয়া ট্রাউজারের মত পোশাকগুলো লম্বা সফরের জন্য নিঃসন্দেহে সুবিধার। তবে নিরাপত্তার কারণে বিমানে ওঠার আগে বন্দরে যেভাবে স্ক্যান করা হয়, সে সময়ে অসুবিধা হতে পারে এমন পোশাক পরলে। হাতে সময় কম থাকলে এ ধরনের পোশাক এড়িয়ে যাওয়াই ভাল। এমন পোশাক বা জুতো পরা উচিত নয়, যাতে ধাতুর কারুকাজ আছে।ধাতুর কোন জিনিস সাথে থাকলেই ‘মেটাল ডিটেক্টর'-এ তা আটকাবে। তেমন বিশেষ কিছু না হলে বিমানে ওঠা হয়তো যাবে। কিন্তু ঘুরতে যাওয়ার আগে অহেতুক সমস্যা পোহাতে হবে। তেমন ভারী কিছু জিনিস সাথে থাকলে বিমানবন্দরে জমা রেখে যেতে হবে। বিভিন্ন দেশের বিমানবন্দরের নিয়মাবলি আলাদা। কোথাও চুলের ধাতব ক্লিপ মাথায় দিয়েই স্ক্যানারের তলায় দাঁড়ানো যায়। আবার কোথাও একটি একটি করে সব ক্লিপ খুলে রেখে তবেই স্ক্যানারের তলায় দাঁড়ানোর অনুমতি মেলে। ঘুরতে যাওয়ার সময় এত ঝামেলা যদি এড়াতে চান তা হলে প্লাস্টিক বা ফাইবারের ‘ক্লাচার' মাথায় রাখাই ভাল। ঘুরতে যাচ্ছেন বলে অজস্র গয়নাগাটি পরে ফেললেও সেগুলো খুলে ফেলতে হতে পারে। সোনা, রুপো না হলেও নকল গয়না, বিশেষত যেগুলোতে বিভিন্ন রকম ধাতু থাকে, সেগুলো আটকানোর আশঙ্কা বেশি। অনেকে বিদেশ থেকে আসার সময়েও অনেক গয়না কিনে আনেন। সেক্ষেত্রেও বিমানে ওঠার আগে সেই সংক্রান্ত নিয়মাবলি জেনে রাখা প্রয়োজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct