নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: ৫৫ তম ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে আজ বুধবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংক বেসরকারিকরণ এর বিরোধিতায় :ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও ‘মঞ্চ এর পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন করা হয়। যারা ব্যাংকে আমানত গচ্ছিত রেখেছে, সেই সব সঞ্চিত আমানতকে অন্ধকারে ঠেলে দিতে চাইছে এই কেন্দ্রীয় সরকার। সেই সব মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সর্বনাশ আটকাতেই ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে এক জোট হয়েছে ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চ। এই ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে আগামী ২৩ জুলাই একটি সুবিশাল নাগরিক সম্মেলন হবে। এ কথা জানান,সৌম্য দত্ত, যুগ্ম কনভেনর, ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও কমিটির। তিনি আরো বলেন, ব্যাংকগুলিতে কর্মী সংখ্যা অনেক কমে গিয়েছে। যারা অবসর নিচ্ছেন তাদের মধ্যে কাউকে কাউকে চুক্তিভিত্তিক পুনরায় নিয়োগ করা হচ্ছে। অথচ প্রায় ২ লক্ষ কর্মচারী সারা ভারতবর্ষে ব্যাংকগুলিতে কমে গিয়েছে। এমনকি বেঙ্গলিতে গ্রুপ ডি কর্মীরা নেই । চুক্তিভিত্তিক যাদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদের দিয়ে পরিষ্কার থেকে ঝাড়ু দেওয়া এবং অন্যান্য সব কাজ করানো হচ্ছে ।তাই এই কমিটির দাবি অবিলম্বে শূন্য পদে কর্মী নিয়োগ করে কেন্দ্রীয় সরকার যাতে গ্রাহক পরিষেবা সঠিকভাবে অক্ষুন্ন থাকে সেই ব্যবস্থা করুক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct