আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: আগামী দু বছরের জন্য ‘বিসিডিএ’ বোলপুর জোনের কমিটি নির্বাচিত হল। সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পীট। বিগত কিছু সময় ধরেই শহরের ওষুধ বিক্রেতাদের সংগঠন ‘বিসিডিএ’ তে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। ভাঙন দেখা দিয়েছিল এই সংগঠনে। অথচ ‘বিসিডিএ’ প্রথম থেকেই মানুষকে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা, বিভিন্ন রকম জনহিতকর কাজ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে। ফলে এই সংগঠনের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। পর্যায়ক্রমে সংগঠনের সদস্যরা উপলব্ধি করেন আবার সংঘবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে অনলাইন পরিষেবাকে ব্যবহার করে যেভাবে বহুজাতি সংস্থাগুলি ওষুধ ব্যবসা ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাতে বর্তমানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই সময় ঐক্যবদ্ধতাই একমাত্র রাস্তা।সেই লক্ষ্যকে সামনে রেখেই আজ বুধবার বোলপুরে স্বাধীন ক্যাম্পাসে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং কলেজের সেমিনার হলে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোলপুর শহরের শতাধিক ওষুধের দোকানের মালিক এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।এই সভা থেকেই সংগঠনকে ঐক্যবদ্ধতার ডাক দিয়ে আগামী দু’বছরের জন্য নতুন কমিটি তৈরি করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে সভাপতি মলয় পীট। এদিনের সভা থেকে বোলপুর জোনের ২৯ জনের কমিটি নির্বাচিত হয়। নবীন ও প্রবীণ সদস্যদের সংমিশ্রণের এই কমিটি আগামী দু’বছর ধরে বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে BCDA এর কাজ কে এগিয়ে নিয়ে যাবে। এদিনের বৈঠকে ওষুধের ব্যবসার ক্ষেত্রে প্রতিদিন যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করেন সদস্যরা। এই বিষয়টি তুলে ধরে জেলা ও রাজ্য নেতৃত্বকে বলা এবং প্রয়োজনে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানা গেছে। নব নির্বাচিত সভাপতি মলয় পীট বলেন, “সকলে ঐক্যবদ্ধ হয়ে চলা, BCDA এর হৃত গৌরব ফিরিয়ে আনা ও জনহিতকর কাজে করে মানুষের পাশে দাঁড়ানো, নানা ব্যবসায়িক প্রতিবন্ধকতা আলোচনার মাধ্যমে সমাধান করাই প্রাথমিক লক্ষ্য। সকলকে সঙ্গে নিয়েই এগুলো সফল করতে হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct