এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের পৌর প্রধানের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুর এবং এক বিজেপি পোলিং এজেন্ট রাজিবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের ৯২ বুথের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত বালিয়ানের কানের নিচে কামড়ে মাংস তুলে নেওয়া সহ অন্যান্য তৃণমূল কর্মীদের উপর আক্রমণের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল রাজিবপুর বাজারে ৷ এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, তৃণমূল নেতাকর্মীদের উপর আক্রমণের পরিপেক্ষিতে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘আমি জানতাম গরুর দল তৃণভোজী কিন্তু তাঁরা মাংসাশী হয়ে উঠতে পারে এটা আমার জানা ছিল না ৷’ অন্যদিকে ভোট গণনার দিন রাতে বিজেপি কর্মী সমর্থকদের দোকান ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী ক্ষমা চান ৷ যারা অতি উৎসাহে বা আক্রোশবশত ওই কাজ করেছে তাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে নারায়ণ গোস্বামী পুলিশকে সঠিক তদন্ত করার অনুরোধ জানান, পাশাপাশি ওই ঘটনার সঙ্গে যদি কোন তৃণমূল কংগ্রেসের জড়িত থাকে তাকে নিয়ে তৃণমূল কোন সুপারিশ করবে না এবং তার বিরুদ্ধেও পুলিশকে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলেন ৷ যদিও বিজেপির অভিযোগ এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসই জড়িত ৷ তবে এ দিন নারায়ণ গোস্বামী আক্রান্ত বিজেপি কর্মীর সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং তাঁরা চাইলে সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার ও ঘোষণা করেন বিধায়ক ৷ এদিনের সভায় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূল নেতৃত্বরা একুশে জুলাই শহীদ স্মরণে তৃণমূল কর্মী সমর্থকদের কলকাতা ধর্মতলা সমাবেশে যাওয়ার আহ্বান জানান ৷ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বৃন্দাবন ঘোষ, রেহেনা খাতুন সহ তৃণমূলের আঞ্চলিক এবং ব্লক নেতৃত্বরা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct