সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাস্তা যেন মরণফাঁদ, আর বর্ষাকাল এলে তো বলারই কিছু নেই। বারংবার এই রাস্তা সংস্কারের জন্য একাধিক প্রশাসনিক স্তরে আবেদন জানালেও মেলেনি কোন সুরাহা। তাই রাস্তা সংস্কারের দাবিতে বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন বাঁকুড়ার খাতড়া এলাকার বাসিন্দারা। খাতড়া- আড়কামা রাস্তার ওপর মুড়াগ্রামে এই পথ অবরোধ করেন মুড়াগ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ১৩ কিলোমিটার রাস্তা বেহাল। রাস্তার বিভিন্ন জায়গার পিচ উঠে গিয়েছে। যাতায়াতে বেগ পেতে হয় বাসিন্দাদের। ইতিমধ্যেই রাস্তার এই বেহাল অবস্থার জন্য অনেক দুর্ঘটনা ঘটে গেছে। বাসিন্দাদের আরো অভিযোগ, রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও সুরাহা হয়নি। রাস্তা সংস্কারের দাবিতে বুধবার সকাল ৬ টা থেকে অবরোধে সামিল হয়েছেন গ্রামের মহিলারা। বাসিন্দাদের দাবি, ব্লক প্রশাসনের তরফে রাস্তা সংস্কারের লিখিত প্রতিশ্রুতি না পেলে অবরোধ উঠবে না। চার ঘন্টা ধরে অবরোধ চলার পর অবরোধস্থলে উপস্থিত হয় খাতড়া থানার আইসি ও ব্লক প্রশাসনের আধিকারিক। রাস্তা তৈরীর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেলে অবরোধ উঠে। খাতড়া ব্লকের জয়েন্ট বিডিও কমলেশ মহান্তি সমস্যাটির কথা স্বীকার করে জানান, ওনারা যতবার আমাদের জানিয়েছেন আমরাও জানিয়েছি, বিষয়টি ইতিমধ্যে জেলা পরিষদের গ্রহন করেছে আশা করছি খুবই শিগগিরই কাজ শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct