নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: শহর জুড়ে ইডির তল্লাশি শুরু। আচার্য জগদীশচন্দ্র বোস রোড, ক্যামাক স্টিট ও প্রিন্স আনোয়ার শাহ রোডের বিভিন্ন অফিসে ইডি আফসার দের হানা। জানা গিয়েছে কালীঘাটের কাকু যে সব সংস্থার মাধ্যমে টাকা বিনিয়োগ ও অন্যত্র স্থানান্তরিত করেছিলেন সেই সংস্থাগুলিতে ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছেন। মোট ৪০ জন অফিসারের একটি বিশেষ টিম বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে এই তল্লাশি অভিযান শুরু করেছে। বুধবার দুপুর থেকে এই তল্লাশি শুরু হয়েছে। ধৃত কালীঘাটের কাকুর বেআইনি আর্থিক লেনদেন ,বিনিয়োগ ও অন্যত্র টাকা স্থানান্তরিত কিভাবে কখন হয়েছিল তার সূত্র জানতেই ইডির এই ম্যারাথন অভিযান। ভোররাতে ইডি অফিসাররা কলকাতার একটি টিভি চ্যানেলের কর্ণধারকে বেআইনি আর্থিক লেনদেনে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করে। ধৃত ওই ব্যবসায়ীর নাম কৌস্তভ রায়। একদিকে ব্যাঙ্গালোরে যখন বিরোধী দলগুলি কেন্দ্রে থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে জোট বাঁধতে বদ্ধপরিকর, সেই সময় কলকাতায় ইডির এই তৎপরতা রাজ্যের শাসক দলের ওপর চাপ সৃষ্টির নয়া কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct