আপনজন ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের পর গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ ওঠে রাজ্যের বেশ কিছু জায়গায়। কোথাও কোথাও রাস্তায় ব্যালট পাওয়া যায়। এবার সেই ধরনের এক মামলায় বুথের ভোটারদের চেয়ে ব্যালট পেপারে ভোট প্রাপ্তি বেশি হওয়ায় বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া-২ নম্বর ব্লকের মালিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। ওই বুথের মোট ভোটারের থেকে বেশি, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মহম্মদ নুরউদ্দিন সহ বেশ কয়েকজন। অভিযোগ ওই বুথের তৃণমূলের জয়ী প্রার্থী রোকেয়া বিবি পেয়েছেন ১,৫৩০ ভোট। অথচ মোট ভোটার ১৪৮৮। আর একটি বুথে মোট ভোটার সংখ্যা ১,৫৩৯। সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী জেসমিনা খাতুন পেয়েছেন ১,৬৩১ ভোট। আর একটি বুথে, মোট ভোটারের সংখ্যা ১,৪৮১। সেখানে জয়ী তৃণমূল প্রার্থী পেয়েছেন ১,৭৮২ ভোট। আবার নিউ টাউনের জ্যাংড়া-২ নম্বর পঞ্চায়েতে ভোট বয়কটের পরও ৯৫ শতাংশ ভোট পড়েছে। তৃণমূল প্রার্থী জিতেছেন বিপুল ভোটে। তাই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে সংশ্লিষ্ট বিডিও ও রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছেন হাইকার্টের বিচারপতি অমৃতা সিনহা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct