আপনজন ডেস্ক: ২০২৪-এর লোকসভা ভোটে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হঠাতে মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিল তৃণমূল কংগ্রেস-সহ দেশের ২৬ বিরোধী দল। সেই বৈঠক থেকে ‘ইন্ডিয়া’ নামে মহাজোট গঠন করে বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। ওই বৈঠকের পরদিন অর্থাৎ বুধবার বিজেপিকে আরও একবার নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই বৈঠকের পর বিজেপি ভয়ে কাঁপছে বলে বুধবার মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। বুধবার এসএসকেএম হাসপাতালে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে বিজেপির হাতে আক্রান্ত হওয়া দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তাদের হাতে ক্ষমিপূরণের চেক তুলে দেন। এদিন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে মমতা সাংবাদিকদের সেখানে বিজেপি নেতাদের ৫ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়ার হুমকি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, বালতি ওল্টানোর ক্ষমতা নেই সরকার ওল্টাবে! তোমাদের সরকার উল্টে গেছে অলরেডি। কাল থেকে তো ভয়ে থরথর করে কাঁপছো। আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে। একইসঙ্গে বুধবার কলকাতায় বিজেপির মিছিল প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাদের কোনও কাজ নেই, কর্ম নেই। শুধু কুৎসা রটানো কাজ আর হিংসা। ওদের একটাই কাজ শুধু হিংসা করো, বিভেদ ছড়াও, মানুষে মানুষে ভাগাভাগি করে দাও। আর মানুষের রক্ত নাও। বিজেপির একটাই কাজ। আগামীতে মানুষ ভোটের মাধ্যমে বদলা নেবে। প্রসঙ্গত গত শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একটি সভায় গত শনিবার বলেছিলেন, ‘আমি গ্যারান্টি দিচ্ছি, পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে।’ একই সুর শোনা গিয়েছিল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তিনি বলেছিলেন, ‘সরকার পাঁচ মাস, ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা হঠাৎ মনে করলেন, আমরা সমর্থন করব না! আমরা অন্য কাউকে সমর্থন করব! তখন?’ এবার সেই ভবিষ্যতবাণীর পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা আরও বলেন, যাদের কোনো কাজ নেই, খালি হিংসা ছাড়ানো কাজ, কুৎসা ছড়ানো কাজ তারা আর কি করবে ? আর কি বলবে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct