জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: জামিনে মুক্ত আইএসএফ কর্মীদের স্বাগত জানাতে সংশোধনাগারে এলেন নওশাদ সিদ্দিকী। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভাঙরের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল ও আইএসএফের মধ্যে গোলমাল বাধে। সেই গোলমালে মৃত্যু হয়েছিল তিনজনের। সেই ঘটনার পর বেশ কিছু আইএফএফ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি ৩৪ দিন পর তাদের জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার রাতে বারুইপুর সংশোধনাগার থেকে ১২ জন আইএসএফ সমর্থককে মুক্তি দেওয়া হয়। সংশোধনাগারের বাইরে তাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আইএসএফ কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই ভাবে জেল জরিমানা দিয়ে বিপ্লব আন্দোলনকে আটকে রাখা যায় না।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct