নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: এবঙ্গে সাংস্কৃতিক জগতে একটা “আইডিয়া” বীজ বপন করতেই চাতক পত্রিকা গোষ্ঠি নিরলস ভাবে কাজ করে চলেছে । সেই উদ্যোগের অন্যতম বিষয় হল ঈদ সংখ্যা প্রকাশ । সেই তাকিদ থেকেই এবার বঙ্গীয় ঘরণার ঈদ সংখ্যা প্রকাশ করা পত্রিকা গুলো নিয়ে অনুষ্ঠিত হচ্ছে “ঈদ সংখ্যা পত্রিকা মেলা” । চাতক পত্রিকা গোষ্ঠির উদ্যোগেই ২২ ও ২৩ জুলাই শহর বহরমপুরে আয়োজন হচ্ছে এই মেলার । মেলাকে সাফল্যমন্ডিত করতে ১৭ জুলাই নেতাজী মার্কেট বহরমপুরে শেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল । এদিনের মেলা প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চাতক এর মূখ্য উপদেষ্টা তথা মেলা কমিটির সভাপতি ইতিহাসবেত্তা খাজিম আহমেদ । বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে এ বঙ্গে অনুষ্ঠিত প্রথম এই আয়োজনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ঈদ বিষয়ক নতুন পুরাতন সংখ্যা গুলো নিয়ে অনেক পত্রিকা গোষ্ঠীই হাজির থাকছেন। কলকাতাসহ বিভিন্ন জেলা থেকে প্রকাশিত ঈদ বিষয়ক বিভিন্ন পত্রিকার বিভিন্ন সংখ্যা গুলো নিয়ে এমন আয়োজন এই প্রথম হচ্ছে । যেখানে পত্রিকার সংখ্যা গুলো প্রদর্শনী ছাড়াও কেনার বা বিক্রির সুবিধা থাকছে । এই উদ্যোগকে সাফল্য মন্ডিত করতে আজ শেষ প্রস্তুতি বিষয়ক আলোচনা হয় । প্রথম দিন মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে ঠিক বেলা ১২ টায়। কমিটির পক্ষ থেকে সভাপতি খাজিম আহমেদ রাজ্যের সাংস্কৃতিকপ্রেমী মানুষকে মেলায় যোগদান করতে আবেদন জানান । দু দিনের এই মেলায় থাকছে রাজ্যের সুধী বিশিষ্টজনদের নিয়ে আলোচনা, সাংস্কৃতিক পাঠ, আবৃত্তি, সংগীত, গজল ইত্যাকার বিষয়াদি । মেলা কমিটির সম্পাদক শেখ মফেজুল মেলাকে কেন্দ্র করে গঠিত কমিটির বিভিন্ন কর্মতৎপরতার কথা তুলে ধরেন । উদ্বোধক, সভাপতি, আলোচক, অতিথি, মেলায় কারা কবে হাজির থাকছেন, কতগুলি পত্রিকা অংশগ্রহন করছেন, সে সব নানা দিক আলোচনা করে সকলকে অবহিত করেন । সবশেষ সভাপতি রাজ্যের সঙ্গে বেশি করে মুর্শিদাবাদ জেলার সাংস্কৃতিকপ্রেমী মানুষকে অংশগ্রহন করার আহবান জানিয়ে আজকের প্রস্তুতি সভার কাজ শেষ করেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct