দেবাশীষ পাল, মালদা, আপনজন: পঞ্চায়েত নির্বাচনের ভোট পর্ব মিটে যাওয়ার পরেও মালদার গাজোলের ডিসিআরসি কেন্দ্রে উদ্ধার তিন-তিনটি সিল প্যাক ব্যালট বক্স। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। স্কুল কর্তৃপক্ষ স্কুলের ঘরগুলি পরিষ্কার করার জন্য যায় সে সময় চারটি ঘরে তালা মারা থাকলে বিডিও অফিসে জানানো হয় চাবির জন্য। চারটি ঘরে মধ্যে দুটি ঘরের চাবি পাওয়া গেলেও আরো দুটি ঘরের চাবি পাওয়া যায়নি বিডিও অফিসে জানালে তারা বলেন তালা ভাঙতে। তালা ভাঙতে ২০৭ নম্বর ঘর দেখতে পায় তিনটি সিল প্যাক ব্যালোট বক্স। তা ঘিরে চাঞ্চল্য পুড়ে যায় রাজনৈতিক মহলে পঞ্চায়েত ভোট গণনার সপ্তাহ ঘুরেছে তার পরেও গননা কেন্দ্রে রয়েছে সিল প্যাক ব্যালট বাক্স। এমনই অভিযোগ তুলে সরব মালদহের গাজোলের বিজেপি নেতৃত্ব।অবাক কান্ড! ভোট গণনা পর্ব মিটে যাওয়ার এক সপ্তাহে পর মালদার গাজোলের ডিসিআরসি কেন্দ্রে মিলল তিন-তিনটি ব্যালট বক্স। যাকে কেন্দ্র করে সোমবার রাত থেকে জোর চাঞ্চল্য তৈরি হয় গাজোল হাজিনাকু মহম্মদ হাইস্কুলের ডিসিআরসি কেন্দ্র এলাকায়। এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব এবার পথ অবোধ করে মালদার গাজোলে।ভোট গণনা কেন্দ্রে পরিত্যক্ত অবস্থায় তিন-তিনটি ব্যালট বক্স উদ্ধারের ঘটনার প্রতিবাদে বিজেপির পথ অবরোধ। গাজোল-বালুরঘাট। ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন।অন্যদিকে স্কুল চত্বরে বিক্ষোভ দেখা থাকে বিজেপি। পরে গাজোল ব্লক ঘেরাও করলে বিডিও,জয়েন বিডিও পালিয়ে যায় বলে অভিযোগ বিজেপির। তারিই পরিপেক্ষিতে বিজেপির তরফ থেকে গাজোল বিডিও অফিসে তালা মেরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি বিডিও সাহেবের জন্য কালো গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা। তবে বিডিও ব্লক অফিসের পেছন দরজা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ বিজেপির। বিডিও জয়েন বিডিও শাসক দলের হয়ে খুব সুন্দর কাজ করেছেন তাই জন্য কালো গোলাপ ও কালো মিষ্টি নিয়ে ব্লকের গেটে দিয়ে গেলেন উত্তর মালদা সাংসদ সহ গাজোলের বিধায় ও বিজেপি কর্মী সমর্থকরা।ওই ব্যালট বক্স গুলি গাজোলের সালাইডাঙা অঞ্চলের ৮০ নম্বর বুথের।এই নিয়ে বিভিন্ন রাজনীতির দলগুলি মধ্যে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct