আপনজন ডেস্ক: সুরাটে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন। ১৫ তলাবিশিষ্ট ৯টি টাওয়ারসহ বিল্ডিংটি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের চেয়েও বড়।৬৭ লাখ ২৮ হাজার ৬০৪ বর্গফুট এলাকাজুড়ে গড়ে ওঠা বিল্ডিংটির নাম ‘সুরাট ডায়মন্ড মার্কেট'। প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা খরচ করে এই হীরার বাজার তৈরি করা হয়েছে। অন্যদিকে, পেন্টাগন গড়ে উঠেছে ৬৬ লাখ ৭৩ হাজার ৬২৫ বর্গফুট এলাকাজুড়ে। বিশ্বের প্রায় ৯০ শতাংশ হীরা সুরাটে প্রক্রিয়াজাত করা হলেও মুম্বাই তাদের ব্যবসার কেন্দ্রস্থল হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে। এখন সুরাটের এই সমস্যা দূর হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলির আগে আগামী ২১ নভেম্বর এটি উদ্বোধন করতে পারেন। বিশ্বের প্রায় ৩৫০টি হীরা কোম্পানির অফিস ছাড়াও এই ভবনের ৯টি টাওয়ারে হীরা পরীক্ষার ল্যাব, গ্রেডিং এবং সার্টিফিকেশন, ব্যাংক, নিরাপত্তা ভল্ট, কাস্টমস জোন এবং রেস্তোরাঁও থাকবে। এ ছাড়া এতে ১৩১টি লিফট, কর্মীদের জন্য ডাইনিংসহ বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে। দীপাবলির আগেই এই ভবন থেকে হীরার ব্যবসা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এটি হবে বিশ্বের বৃহত্তম হীরার বাজার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct