এম মেহেদী সানি, বারাসাত, আপনজন: উত্তর ২৪ পরগণা বনবিভাগ এবং উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের যৌথ উদ্যোগে বন-মহোৎসব উৎযাপিত হল বারাসতের সত্যভারতী বিদ্যাপীঠে। মঙ্গলবার জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির বিদায়ী কর্মাধ্যক্ষ একেএম ফরহাদের তত্ত্বাবধানে শুক্রবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বন-মহোৎসব অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বিধায়ক নারায়ণ গোস্বামী, ডিএফও রাজু সরকার, বারাসত পৌরসভার উপ পৌরপ্রধান তাপস দাশগুপ্ত, একেএম ফারহাদ সহ অন্যান্যরা ৷ বর্তমানে পৃথিবীর বিভিন্ন সংকটের কথা তুলে ধরে, জলবায়ু অপরিবর্তিত রাখতে জেলা বাসীকে বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, তিনি বলেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা অন্তত একটি করে গাছ লাগানো সংকল্প গ্রহণ করি ৷ অতিরিক্ত প্রয়োজন না হলে গাছ না কাটার পরামর্শ দেন জেলাশাসক ৷ বন-মহোৎসবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন ৷ বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবী যে চরম বিপর্যয়ের মুখে তা ব্যাখ্যা করে বিশ্ব উষ্ণায়ন রোধে ছাত্র-ছাত্রীদের বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন বিধায়ক ৷ তিনি আরও বলেন আমরা জীবনে যত অক্সিজেন গ্রহণ করি ঠিক তত পরিমাণই গাছ লাগাতে হবে যাতে আমাদের বাঁচার জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে না থাকতে হয় ৷ এ দিন একেএম ফারহাদ জেলার বন ও ভূমি বিভাগের কাজের খতিয়ান তুলে ধরেন ৷ তিনি জানান, গাছ লাগানোর জন্য মানুষকে অনুপ্রাণিত করতে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপনের পাশাপাশি বেশ কয়েকজন নবজাতকের মায়ের হাতে সবুজশ্রী প্রকল্পের আওতায় চারাগাছ তুলে দেওয়া হয় ।’ আধিকারিকগণ,বনসহায়ক,ছাত্রছাত্রী সহ সমাজের সর্বস্তরের মানুষজন প্রমুখ।এককথায় এদিন সর্বাঙ্গসুন্দর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct