অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন দেবব্রত মিত্র। বেশ কয়েক মাস অভিভাবকহীন অবস্থায় থাকবার পর অবশেষে নতুন অভিভাবক পেল এই বিশ্ববিদ্যালয়। এতে স্বভাবতই খুশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে কর্মীরা। মঙ্গলবার দুপুরে বালুরঘাটে বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে এসে দায়িত্বভার গ্রহণ করেন উপাচার্য দেবব্রত মিত্র। উপাচার্যের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর পঙ্কজ কুণ্ডু, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সফটওয়্যার ডেভলপার সুশান্ত কুমার সহ আরো অনেকে। তাঁরা নতুন উপাচার্যকে সংবর্ধনা জানান।এ বিষয়ে ডক্টর দেবব্রত মিত্র জানান,‘উপাচার্য হিসেবে কাজে যোগ দেওয়ায় অত্যন্ত ভালো লাগছে।’ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো প্রসঙ্গে উপাচার্য জানান, ‘কোন বিশ্ববিদ্যালয়ের শুরুর সময় পরিকাঠামো বিরাট কিছু থাকে না। পরিকাঠামো সময়ের সাথে সাথে গড়ে ওঠে। সে দিক থেকে আমি আশা করছি, রাজ্য সরকার পরিকাঠামোর মান উন্নয়নের জন্য সব রকম ভাবে সহযোগিতা করবে। আজ আমি এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার নিয়েছি। এটা আমার কাছে এক রকম চ্যালেঞ্জের স্বরূপ। যে উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তা আগামী দিনে আরো বিস্তৃতি লাভ করবে এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে।’ পাশাপাশি, উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোন সংঘাত দেখতে পাচ্ছি না। টানাপোড়নের কোন বিষয় নয় এটা। আচার্যের কাছ থেকে আমি নিয়োগপত্র পেয়েছি। আমি আশা করছি, উচ্চ শিক্ষা দপ্তর আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। কারণ শিক্ষাক্ষেত্রে একটা ভালো সুস্থ পরিবেশ বজায় থাকুক এটা সকলেই চান। সব সরকারই চায় আরো বেশি বেশি করে মানুষে শিক্ষিত হোক। তাই সংঘাতের বিষয় দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আচার্যের যেমন ভূমিকা রয়েছে, তেমন রাজ্য সরকারের ভূমিকা রয়েছে। বালুরঘাট সংস্কৃতির শহর। এই শহরে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তা আগামী দিনে নিশ্চয়ই খ্যাতির শীর্ষে পৌঁছবে।’
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী উপাচার্য হিসেবে কাজে যোগদান করেছিলেন ডঃ সঞ্চারী রায় মুখোপাধ্যায়। বর্তমানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্বভার সামলাচ্ছেন। সঞ্চারী রায় মুখোপাধ্যায়ের পরে বেশ কিছুদিন উপাচার্য্যহীন অবস্থায় ছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। মাঝে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক কে নিয়োগ পত্র দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেই খবর চাউর হয়। কিন্তু তিনি রাজভবনে ইমেইল করে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ যোগদান না করবার বিষয়টি জানিয়ে দেন বলেই খবর সামনে আসে। এরপর থেকেই বেশ কয়েক মাস উপাচার্যহীন অবস্থায় ছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। সেই জায়গায় এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের এই অধ্যাপকে অস্থায়ীভাবে দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস । জানা গিয়েছে,১৯৬৫ সালে জন্ম দেবব্রত মিত্র প্রথমে দার্জিলিং গভর্মেন্ট কলেজে লেকচারার হিসেবে কাজে যোগদান করেন ১৯৯৩ সালে। পরবর্তীতে ১৯৯৫ সালের ৮ ডিসেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে লেকচারার হিসেবে কাজে যোগদান করেন। সেখানেই পরবর্তীতে ২০০৬ সালে অ্যাসোসিয়েট প্রফেসর এবং ২০১১ সালে প্রফেসর হিসেবে শিক্ষাদানের কাজে যুক্ত ছিলেন। এর পাশাপাশি ২০১৪-১৫ সালে তিনি সিকিম বিশ্ববিদ্যালয় (সেন্ট্রাল ইউনিভারসিটি) অধ্যাপক হিসেবেও কাজ করেছেন তিনি
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct