আপনজন ডেস্ক: রাশিয়ার বৃহত্তম ঋণদাতা ব্যাংক এসবার-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওলেগ গনিয়েভের মতে, রাশিয়া এবং বিশ্বব্যাপী ইসলামি অর্থ বাজার বা সুদ-মুক্ত অর্থায়ন দ্রুত বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ওলেগ গনিয়েভ বলেন, ইসলামিক ফাইন্যান্স মার্কেট ২০২৫ সালের মধ্যে ৭.৭ ট্রিলিয়ন ডলার মূল্যে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে, যা ৪০% স্থিতিশীল বৃদ্ধি হারের প্রতিনিধিত্ব করে। ওলেগ গনিয়েভ আনাদোলু এজেন্সি (এএ) এর সাথে একটি সাক্ষাত্কারে রাশিয়ায় ইসলামিক ফাইন্যান্সের অগ্রগতি এবং এই খাতে এসবার ব্যাংক-এর সম্পৃক্ততা তুলে ধরেন। তিনি জনান যে রাশিয়ায় ইসলামিক ফাইন্যান্স অংশগ্রহণমূলক অর্থনীতির ভিত্তিতে কাজ করে। তিনি ব্যাখ্যা করেন, আমরা মৌলিক নীতিসমূহ মেনে চলি যা এই ধরনের আর্থিক নিয়মের অন্তর্গত। এ ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সমান অংশগ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকি, রাজস্ব এবং সম্ভাব্য ক্ষতির ভাগাভাগি। অংশীদারিত্বের এই সারমর্ম এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিকে সংজ্ঞায়িত করে। তিনি জোর দিয়ে বলেন যে ইসলামী অর্থ ব্যবস্থা ঐতিহ্যগত আর্থিক ব্যবস্থার প্রচলিত চক্রীয় ঝুঁকির বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct