আপনজন ডেস্ক: প্রশান্ত মহাসাগরে বুকে টানা দু'মাস বৃষ্টির জল ও কাঁচা মাছ খেয়ে বেঁচে ফিরলেন এক অস্ট্রেলিয়ার নাবিক। তার নাম টিম শ্যাডক। গত এপ্রিলে নিজের কুকুর বেলাকে নিয়ে মেক্সিকো থেকে ফ্রেন্স পলিনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন শ্যাডক। শুরুর কয়েক সপ্তাহ ভালোই চলছিল। কিন্তু গভীর সমুদ্রে খারাপ আবহাওয়ায় তার নৌকা নষ্ট হয়ে যায়। তারপর থেকে স্রোতের সঙ্গে উদ্দেশ্যহীনভাবে ভেসে চলে তাদের নৌকা। প্রায় দুই মাস সমুদ্রে ভেসে বেড়ানোর পর অবশেষে একটি হেলিকপ্টর মাঝ সমুদ্রে তাদের দেখতে পায়। টুনা মাছ ধরার একটি ট্রলার তাদের উদ্ধার করে। ওই ট্রলারে ছিলেন একজন চিকিৎসক।সমুদ্রে এ দুই মাস কাটিয়ে তার শরীরের রঙ বদলে গিয়েছে এবং দাড়ি বড় হয়ে গিয়েছে। এক প্রতিক্রিয়ায় ওই নাবিককে বলতে শোনা যায়, 'আমি সমুদ্রে কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গেছি। দীর্ঘদিন সমুদ্রে একা ছিলাম। তাই এখন আমার শুধু বিশ্রাম আর ভালো খাবার দরকার। এছাড়া আমি ভালোই আছি। নৌকার মাছ ধরার সরঞ্জাম আমাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। নৌকার ছাউনির নিচে থেকে রোদের হাত থেকে রক্ষা পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct