সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশ রয়েছে তারই সমর্থনে সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি বৈঠক ও দেওয়াল লিখন করছে তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার সোনামুখী ব্লকের কাশীপুরে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় তৃণমূলের তরফে। অন্যদিকে ধুলাই পঞ্চায়েতের নাচনহাটিতে তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়াল লিখন করা হয়। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় তিনি নিজে দেওয়াল লিখনের কাজে হাত লাগান। ১৯৯৩ সালের ২১ শে জুলাই ১৩জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুতে প্রতি বছর এই দিনেশহীদ সমাবেশ অনুষ্ঠিত হয় । সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন , শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আমরা আজীবন বদ্ধপরিকর । তাদের ত্যাগ তাদের রক্ত আমরা কোনদিনও ভুলব না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct