নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আপনজন: ট্রান্সফরমার তুলতে এসে ক্লাবের সদস্যরা সহ পাড়ার বাসিন্দাদের বাধার মুখে পড়তে হল বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কর্মীদের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হাওড়ার সাঁকরাইল ব্লকের থানমাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকায়।এলাকাবাসীদের অভিযোগ, গত মার্চ মাস থেকে স্থানীয় একটি ক্লাবের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় ওই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। ক্লাব নাকি বিদ্যুৎ ‘বিক্রি’ করছে সেই কারণ দেখিয়ে ক্লাবের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি মোটা টাকা জরিমানা করা হয়। স্থানীয় সূত্রের খবর, এরপর ক্লাবের তরফ থেকে বিভিন্ন দফতরে গিয়ে সামান্য পরিমাণ অর্থ কমলেও তাদের পক্ষে বাকি জরিমানা বাবদ টাকাও দেওয়া সম্ভব হয়নি। এরপর সোমবার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কর্মীরা ট্রান্সফরমার তুলতে আসে।এবং জানায় পুনরায় নতুন করে বসানো হবে সেই ট্রান্সফরমার। এই নিয়ে এলাকাবাসী এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কর্মীদের বচসা হয়। স্থানীয় মানুষ তাদের কাজে বাধাদান করেন বলে অভিযোগ। ক্লাবের বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি ওঠে। ঘটনাস্থলে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ আসে। তাদের সাথে কথা হয় এলাকাবাসীর। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।দুপক্ষের কমপক্ষে আট জন। এর মধ্যে কয়েকজন মহিলাও রয়েছে। আহতদের কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাদের স্থানীয় গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুপক্ষই কোতুলপুর থানার দ্বারস্থ হয়েছে। দুপক্ষই একে অপর পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct