আপনজন ডেস্ক: উমরাহবিষয়ক কম্পানিগুলোর কর্মক্ষমতার মান ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়। দেশটির অনুমোদিত ৩৫০টি কম্পানিকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের মান নিশ্চিত করতে হবে। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, নির্দিষ্ট কিছু মানদণ্ড ব্যবহার করে কম্পানির কর্মক্ষমতার মান মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কম্পানির প্রতি উমরাহযাত্রীদের সন্তুষ্টির হার অন্তত ৯০ শতাংশ হতে হবে। আর মূল্যায়নের ভিত্তিতে কম্পানিগুলোর মধ্যে শ্রেণিবিভাগ তৈরি করা হবে এবং উমরাহ মৌসুমের আগে ও পরের সেবার মান বিশ্লেষণ করা হবে।পবিত্র হজ সম্পন্ন করে হজযাত্রীরা নিজ নিজ দেশে ফিরছেন। যারা হজের আগে মদিনা গিয়ে রওজা শরিফ জিয়ারত করেনি তারা এখন মদিনায় অবস্থান করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct