আপনজন ডেস্ক: গ্রিসে এথেন্সের কাছে দাবানল জ্বলছে, ফলে প্রচুর মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজে ১৫০টি দমকল বাহিনী কাজ করছে। এথেন্স থেকে ২৭ কিলোমিটার দূরেই দাবানল জ্বলছে। বেশ কিছু বাড়ি পুড়ে গেছে বলে সরকারি মুখপাত্র জানিয়েছেন। প্রচণ্ড বাতাসের ফলে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। বর্তমানে সেখানে ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct