আপনজন ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক করল মহমেডান। নিজেদের মাঠে দাপটের সঙ্গে খেলে তারা ৪-০ গোলে হারিয়ে দিল পাঠচক্রকে। প্রথমার্দ্ধের ২৬ মিনিটে মহমেডানের হয়ে প্রথম গোলটি ডেভিড লালানসাঙ্গার। মাঠ ভরা দর্শকদের উৎসাহে বিরতির পর চাপ বাড়ায় মহমেডান। মেহরাজউদ্দিন এর দল দ্বিতীয়ার্ধে আরোও তিনটি গোল করে। ৬১ মিনিটে গোল করেন বিকাশ সিং। ৮৪ মিনিটে বেনেসটন ব্যারেটো গোল করার পর ৮৯ মিনিটে চতুর্থ গোলটি করেন সুজিত সিং। গ্রুপ এ-তে মহমেডান পর পর তিনটি ম্যাচ জিতে এখন লিগ তালিকায় এক নম্বরে আছে। তিন ম্যাচে তারা করল ১২টি গোল। এবং এখন পর্যন্ত তারা কোনও গোল খায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct