সেখ মহম্মদ ইমরান, শালবনি, আপনজন: সরকারি হাসপাতালে ফিমেল ওয়ার্ডে ভর্তি এক নাবালিকা রোগীনী সহ একাধিক রোগীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠলো এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোদ শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর পরিবারের তরফ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে রাত্রেই শালবনি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে শালবনী থানার পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার দুপুর নাগাদ ওই চিকিৎসককে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ সন্তোষ রায় সোমবার সকালে হাসপাতালের ওয়ার্ডে রাউন্ডে গিয়ে এক ষোড়শী রোগীনির সাথে অশ্লীল আচরণ করে। এছাড়াও ওই ওয়ার্ডের আরো কয়েকজন রোগীর সাথে অভব্য আচরণ করেন। চিকিৎসক চলে যাওয়ার পর ওই রোগিনী বাড়ির লোকদের বললে বাড়ির লোকেরা হাসপাতালে সামনে বিক্ষোভ দেখায়। ওই চিকিৎসকের নামে শালবনী থানায় এফ আই আর দায়ের করা হয়। তদন্তে নেমে শালবনি থানার পুলিশ ওই চিকিৎসকের বাড়ি তমলুক থেকে গ্রেফতার করে। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির সহ পস্ক আইনে মামলার রুজু করেছে পুলিশ। ওই চিকিৎসককে আজকে মেদিনীপুর আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী বলেন, ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। সেই রিপোর্ট পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct