আপনজন ডেস্ক: ২০২৩ সালের প্রথম দিনটা সৌদি ফুটবলকে নিয়ে গেছে নতুন দিগন্তে। ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এ বছরের ১ জানুয়ারি আল নাসরে নাম লেখান। রোনাল্ডোকে নিয়ে আসার মধ্য দিয়ে দেশটির ফুটবলে দিন বদলের হাওয়া লাগে। সৌদি প্রো লিগকে নক্ষত্রপুঞ্জ বানাতে আরও অন্তত ৫০ জন তারকা ফুটবলারকে নিয়ে আসার পরিকল্পনা করে রেখেছে ক্লাবগুলো। রোনাল্ডোর পর করিম বেনজেমা, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, এদুয়ার্দো মেন্দি, মার্সেলো ব্রোজোভিচ, কালিদু কুলিবালি, রুবেন নেভেসদের মতো তারকাদের নিয়ে এসে সে পরিকল্পনা বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়েও গেছে সৌদি আরব। আল ইত্তিফাকের কোচ হয়েছেন লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড। মধ্যপ্রাচ্যের দেশটি লিওনেল মেসিকেও নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে কেনার কথা ছিল আল নাসরের নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালের। রোনাল্ডোকে বছরে ২০ কোটি ১৮ লাখ ইউরো (২ হাজার ৩৬৯ কোটি টাকা) বেতন দেবে আল নাসর। আল হিলাল মেসিকে এর প্রায় দ্বিগুণ (৪০ কোটি ইউরো বা ৪ হাজার ৬১৯ কোটি টাকা) বেতন দিতে চেয়েছিল। মেসি তাতে সাড়া দিলে একবিংশ শতাব্দীর সেরা দুই ফুটবলারকে আবারও একবিন্দুতে মেলাতে পারত সৌদি আরব। তখন প্রো লিগের ঔজ্জ্বল্য আর জনপ্রিয়তা যে বহুগুণে বেড়ে যেত, বলার অপেক্ষা রাখে না। কিন্তু আল হিলালের বিপুল অর্থের ছাতছানিতে সাড়া দেননি মেসি। পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি শেষে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। কাল জমকালো আয়োজনে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে বরণ করেছে মায়ামি। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারের (এমএলএস) দিকে ফুটবলপ্রেমীদের মনোযোগ তরতরিয়ে বাড়ছে। তবে রোনালাদো মনে করেন, এমএলএসের চেয়ে সৌদি প্রো লিগ ভালো। দলবদলের বাজারে বিশ্বস্ত নাম ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে রোনাল্ডোর উদ্বৃতি দিয়ে এই পোস্ট করেছেন। রোনাল্ডো এমন সময় কথাটি বললেন, যখন তাঁর ক্যারিয়ারের দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী মেসি সবে মার্কিন মুলুকে পা রেখেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct